করোনার তাণ্ডবে থরহরিকম্প ভারত। দেশের নানা প্রান্তে নানা ধরনের বিপর্যয়ের পরিস্থিতি। অর্থনীতিও আগে থেকেই ধুঁকছিল। মহামারীর কারণে তা আরও সঙ্কটে পড়েছে। কিন্তু এমন ভয়ানক পরিস্থিতিতেও কেন্দ্রে নিজের দ্বিতীয় সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণ রাখলেন নরেন্দ্র মোদী, তার গোড়াতেই ঠাঁই পেল সেই হিন্দুত্ব এবং জাতীয়তাবাদী অস্ত্র। ভাষণের শুরুতেই ৩৭০ অনুচ্ছেদ, রাম জন্মভূমির রায়, তিন তালাক এবং সংশোধিত নাগরিকত্ব আইনের মতো বিষয়গুলি তুলে ধরেছেন তিনি। এ প্রসঙ্গে মোদী বলেছেন, ‘৩৭০ অনুচ্ছেদ নিয়ে সরকারের সিদ্ধান্ত দেশের একতাকে আরও মজবুত করেছে।
যে রাম জন্মভূমি নিয়ে দীর্ঘ বিতর্ক চলেছে তার অবসান হয়েছে। তিন তালাক প্রথা রদ করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইনের সংশোধন ছিল হল ভারতের কাছে টেনে নেওয়ার শক্তি এবং সহমর্মিতারই অভিব্যক্তি।’ স্বাভাবিকভাবেই করোনা পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রীর এমন ‘অবিবেচকের’ মত কাজে সরব হয়েছে বিরোধীরা।