প্রকাশ্যে হুমকি দেওয়াই হোক বা বেফাঁস মন্তব্যের ফোয়ারা ছোটানো – সবেতেই গেরুয়া শিবিরের জুড়ি মেলা ভার। বিরোধী দলের নেতানেত্রীই হোক বা বিরোধী মত পোষণকারী কোনও বিশিষ্টজন, তাঁদের বিঁধতে গিয়ে বরাবরই বেপরোয়া মনোভাব দেখিয়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। আর সেই তালিকায় একেবারে ওপরের দিকেই রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম। এবার শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত পরিযায়ীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। তাঁদের মৃত্যুকে ‘ছোট্ট ও ব্যতিক্রমী ঘটনা’ আখ্যা দিলেন।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধে সেই ২৫ মার্চ থেকে দেশজুড়ে চলছে একটানা লকডাউন। আর এর ফলেই এতদিন ট্রেন না পেয়ে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় মারা যাচ্ছিলেন অসংখ্য শ্রমিক। বর্তমানে বিশেষ শ্রমিক স্পেশাল ট্রেনে তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হলেও সেই ট্রেন নিয়েও অসন্তোষ। ঠিক মতো খাবার, জল দেওয়া হচ্ছে না শ্রমিকদের। ফলে অনেক শ্রমিক ট্রেনের মধ্যেই প্রাণ হারাচ্ছেন। ট্রেনের মধ্যে শ্রমিকদের মারা যাওয়াকে ছোট্ট ও ব্যতিক্রমী ঘটনা বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ।
অত্যধিক গরম, খাবার ও জলের অভাব সহ একাধিক কারণে গত সোমবার থেকে শ্রমিক স্পেশাল ট্রেনের মধ্যেই এক শিশু সহ মোট নয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তবে এর কারণে রেলকে দোষী করা ঠিক নয়। রেলের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। কিছু মানুষ মারা গিয়েছেন। এগুলি ছোট, ব্যতিক্রমী ঘটনা।’ স্বাভাবিকভাবেই বিজেপি নেতার এই মন্তব্যে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এর নিন্দা করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘করোনা সংক্রমণ রোখা ও লকডাউন নিয়ে কেন্দ্রের ব্যর্থতার ফলেই শ্রমিকদের এত সমস্যায় পড়তে হচ্ছে। কত মানুষ মারা যাচ্ছেন আর বিজেপি নেতাদের ভাব এমন যেন কিছুই হয়নি।’