লকডাউন জারি থাকা সত্ত্বেও কোভিড-১৯ এ আক্রান্ত দিনদিন বেড়েই চলেছে ভারতে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গতকাল থেকে আজ এক রাতের মধ্যে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯২০ জন। আর এরমধ্যেই ঘটল এখনও অবধি সবথেকে মর্মান্তিক মৃত্যু। এবার করোনায় প্রাণ গেল মাত্র ৪৫ দিনের এক শিশুর। নিউ দিল্লীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল সে। শনিবার সেখানে তাঁর মৃত্যু হয়। ভারতে করোনায় মৃতদের মধ্যে এই শিশুই সর্বকনিষ্ঠ। গত কয়েকদিন ধরেই সে এই হাসপাতালে ভর্তি ছিল।
হাসপাতাল সূত্রে খবর, চলতি মাসের ১৪ তারিখে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৬ তারিখ করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এর পর শনিবার তাঁর মৃত্যু হয়। ওই হাসপাতালে আরও এক শিশুর শরীরে এই মারণ ভাইরাস মিলেছে বলে জানা গিয়েছে। তাঁর বয়স মাত্র ১০ মাস। এই হাসপাতালে এক চিকিৎসক, তিন জন নার্স ও কয়েকজন স্বাস্থ্যকর্মীরও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে শিশুটির শরীরে কী ভাবে করোনার জীবাণু প্রবেশ করল, তা এখনও পরিষ্কার নয়।
এর আগে গুজরাতের জামনগরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১৪ মাসের শিশু। কোভিড-১৯ পজিটিভ নিয়ে ওই শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় জামনগরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর পর চলতি মাসের ৮ তারিখে মাল্টিপল অরগ্যান ফেলিয়োর হয়ে মৃত্যু হয় শিশুটি। রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ১৩২৯ জনের করোনা সংক্রমণের খবর মিলেছে। আর রবিবার সকালেই ভারতে করোনা আক্রান্তের গণ্ডি ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে।