রবিবার সকাল হতেই বাংলায় নতুন করোনা আক্রান্তের খবর দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি জানিয়েছেন, রাজ্যে নতুন করে ১৬ জন আক্রান্তের খোঁজ মিলেছে গত ২৪ ঘণ্টায়। ফলে এ দিন রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ১৭৮। তবে আশার বাণী, এ দিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। তার মধ্যে রয়েছেন শ্বাসকষ্টের প্রবল সমস্যা নিয়ে মার্চের শেষ সপ্তাহ থেকে চিকিৎসাধীন বরাহনগরের ৬৬ বছরের প্রবীণও। এদিকে, রাজ্যে আরও দুই আক্রান্ত করোনার বলি হয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যসচিব। ফলে রাজ্যের মৃতের সংখ্যা দাঁড়াল ১২।
অন্যদিকে, হাওড়ার সালকিয়াকে কেন্দ্র করে সংক্রমণ মোকাবিলায় কড়া পদক্ষেপ নিতে দেখা গেল সিটি পুলিশকর্মীদের। এক দিকে গোলাবাড়ি থানা, অন্য দিকে মালিপাঁচঘরা থানার পুলিশ শুক্রবার বিকেল থেকে সেই এলাকায় আরও জোরদার করে নাকা তল্লাশি।এমনকি, রাস্তায় কাউকে দেখলেই তাঁর পিছু দৌড়ে যান পুলিশকর্মীরা।
এছাড়াও করোনা সংক্রমণ রোধ করতে নতুন সিদ্ধান্ত নিলো রাজ্য। জানা গেছে, করোনা-পজিটিভের সংখ্যা কম, এমন এলাকায় সংক্রমণ ছড়াচ্ছে কিনা জানতে ‘পুল টেস্টিং’-র সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। গতকালই এই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। করোনা সংক্রমণের হার কম, এমন এলাকায় উপসর্গবিহীন সর্বোচ্চ পাঁচ জনের সোয়াবের নমুনা এক সঙ্গে নিয়ে পরীক্ষার কথা বলা হয়েছে নির্দেশিকায়।