দেশজুড়ে লকডাউনের জারি হওয়ায়, আইলিগ মাঝপথে স্থগিত হয়ে গিয়েছে। ইমার্জেন্সি পরিষেবা ছাড়া এইসময় বন্ধ সবকিছুই। কিন্তু এমন পরিস্থিতিতেও আগামী মরশুমের জন্য দল গুছিয়ে নেওয়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। তবে আই লিগ না আইএসএল চূড়ান্ত নয় এখনও। তবে সাফল্য পেতে বদ্ধপরিকর কর্তারা মন দিয়েছেন শক্তিশালী দল গঠনে। ইরানের ওমিদ সিং আগামী মরশুমের জন্য চূড়ান্ত হয়েছেন দিনকয়েক আগেই। আর এবার ফরোয়ার্ড লাইন আরও শক্তিশালী করতে এটিকে থেকে বলবন্ত সিংকে দলে নিতে চলেছে লাল-হলুদ।
সবকিছু ঠিক থাকলে বলবন্তের গায়ে ইস্টবেঙ্গলের জার্সি ওঠা সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। সরকারি ভাবে এই খবরের সত্যতা কেউ স্বীকার না করলেও সূত্রের খবর তেমনটাই। ইতিমধ্যে নাকি বলবন্তের কাগজপত্র ক্লাবের হাতে এসেও পৌঁছেছে। এর আগে সবুজ-মেরুন জার্সি গায়ে ময়দানে খেলে গিয়েছেন পাঞ্জাব তনয় বলবন্ত। ২০১৪–১৫ মরশুমে মোহনবাগানের আই লিগ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। অতীতে চেন্নাইয়িন এফসি’র হয়ে খেললেও বাগান ছেড়ে কলকাতার ফ্র্যাঞ্চাইজি লিগের ক্লাব এটিকে হয় বলবন্তের নয়া ঠিকানা।
জেসিটি, চার্চিল ব্রাদার্স কিংবা সালগাওকরের জার্সিতে খেলা বলবন্ত সদ্য শেষ হওয়া আইএসএল মরশুমে পর্যাপ্ত সুযোগ না পেলেও, যতটুকু সুযোগ পেয়েছেন তা কাজে লাগাতে মরিয়া হয়েছেন। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে একটি ম্যাচে শেষ মুহূর্তে নেমে গোল করে ম্যাচের রং বদলেছিলেন বলবন্ত। সেটপিস থেকে তাঁর গোল করার দক্ষতার কথা অজানা নয় দেশের ফুটবলপ্রেমীদের। এছাড়াও গোলের বল বাড়াতেও সিদ্ধহস্ত এই পাঞ্জাব তনয়ের দিকে মরশুম শেষ হতে স্বাভাবিক কারণেই ঝোঁকে লাল-হলুদ।