গত সপ্তাহে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর সমুদ্র সৈকতে ছুটি কাটাতে যাওয়ার খবর সামনে এসেছিল। লকডাউনের মধ্যে এভাবে নিয়ম ভাঙায় তাঁকে সঙ্গে সঙ্গে পদ থেকে বরখাস্ত করা হয়। আর এবার লকডাউনের মধ্যেই আইন ভেঙে মহাবালেশ্বরে সপরিবারে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন দিওয়ান হাউসিং ফাইনান্স লিমিটেডের (ডিএইচএফএল) দুই প্রমোটার কপিল ওয়াধাওয়ান ও ধীরজ ওয়াধাওয়ান। এই খবর প্রকাশ্যে আসার পরই পুলিশ ১৪৪ ধারা লঙ্ঘন করার অভিযোগে এই দু’জনকে আটক করেছে।
জানা গেছে, ওয়াধাওয়ান সহ পরিবারের ২১ জন সদস্য কোভিড-১৯-র কার্ফু সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে মহাবালেশ্বরের খামার বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন। গোটা পরিবার মুম্বই থেকে মহাবালেশ্বর আসেন বলে পুলিশ জানিয়েছেন। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ টুইট করে জানান, ওয়াধাওয়ান পরিবার কিভাবে মহাবালেশ্বর গেল সে বিষয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ওয়াধাওয়ান পরিবারকে আটক করে পঞ্চগনির এক সরকারি হাসপাতালে এইমুহূর্তে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জানা গেছে, পুরো পরিবারের বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, পরিবারের সদস্যরা মহাবালেশ্বর পৌঁছায় ৯ এপ্রিল সকালে এবং পারিবারিক সঙ্কটের নাম করে বিশেষ ছাড়পত্র সংগ্রহ করে তাঁরা। কিন্তু তাও শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে শেষমেশ ধরা পড়ে যায় তাঁরা।