দেশে ও রাজ্যে করোনা সংক্রমণ রুখতে প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মাঝে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পরিকাঠামোগত অসহযোগিতার অভিযোগ তুললেও বিষয়টিতে রাজনীতি ঢুকতে দেননি রাজ্যের মুখ্যমন্ত্রী৷ কিন্তু আগামী ৫ এপ্রিল রাতে মোমবাতি জ্বালানোর যে আবেদন প্রধানমন্ত্রী এ দিন করেছেন, তাতে যে তাঁর সমর্থন নেই, এ দিন পরোক্ষে সেটাই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর আবেদন নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ‘এটা যাঁর যাঁর ব্যক্তিগত বিষয়৷ আমার যদি মনে হয় আমি তখন ঘুমোব৷’
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই আগামী রবিবার রাত ৯টায় ন’ মিনিট আলো নিভিয়ে মোমবাতি, টর্চ জ্বালানোর জন্য প্রধানমন্ত্রীর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান উপস্থিত থাকা সাংবাদিকরা৷ সেই প্রশ্নের জবাবে কিছুটা ক্ষুব্ধ হয়েই মমতা বলেন, ‘আমি আমার কথা বলব, প্রধানমন্ত্রী তাঁর কথা বলবেন৷ আমি প্রধানমন্ত্রীর কথায় কীভাবে নাক গলাব? রাজনৈতিক যুদ্ধ লাগাবেন না৷ আপনার যদি ভাল মনে হয় আপনি করুন না৷ আমার যদি মনে হয় আমি তখন ঘুমোব, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার৷’