করোনা সংক্রমণ রুখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রের কাছেও দূরপাল্লার ট্রেন ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। তা তো মানা হচ্ছেই না। উলটে আন্তরাজ্য ট্রেন চলাচলের ক্ষেত্রে যাত্রী বিশেষ করে শ্রমিকদের বিনা চেকআপেই ছেড়ে দেওয়া হচ্ছে। যার ফল ভুগতে হচ্ছে এ রাজ্যের শ্রমিক ও তাঁর পরিবারকে। যা নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “যাঁরা ভিনরাজ্য থেকে আসছে, তাঁদের তো ফেরাতে পারি না। তাঁরা আমাদের ভাই। কিন্তু রেল ইচ্ছাকৃতভাবে এটা করছে। সমস্ত রাজ্য খালি করে বাংলায় পাঠিয়ে দিচ্ছে। কাউকে কোনওরকম পরীক্ষা ছাড়াই পাঠিয়ে দিচ্ছে। আমাদের সরকারের অনুরোধও শুনছে না। আজকেও অনুরোধ করা হয়েছে সমস্ত দূরপাল্লার ট্রেন বাতিল করার।” রীতিমতো বিরক্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি একা আর কত সহ্য করব?”
আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠক ছিল। তাও স্থগিত রাখা হচ্ছে। উলটোদিকে কিছু পরিষেবার ক্ষেত্রে কেন্দ্রের গাফিলতি নজরে এসেছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বস্তুত, তৃতীয় পর্যায়ে এই করোনার সংক্রমণ ‘কমিউনিটি স্প্রেড’—এর দিকে গেলে তার ফলাফল ভয়াবহ হবে। মুখ্যমন্ত্রী তাই বলেছেন, পরিস্থিতি এখন তৃতীয় সপ্তাহে দাঁড়িয়ে। কিন্তু এর পরই পরিস্থিতি আরও খারাপ আরও ভয়াবহ হতে পারে। চতুর্থ ও পঞ্চম সপ্তাহের দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে আরও সতর্কতা প্রয়োজন। তাঁর পরামর্শ, “কেউ অসুস্থ বোধ করলে বাড়ির মধ্যে তাঁকে আলাদা করে রাখুন। ঘর থেকে বেরোবেন না। আলাদা ঘরে রাখুন। নয়তো মশারির মধ্যে রাখুন। তাঁর ব্যবহারের সাবান, বালতি, থালা কাউকে ছুঁতে দেবেন না। এটা অস্পৃশ্য কোনও বিষয় না। স্রেফ সতর্কতা।”
ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের বাংলায় পাঠিয়ে দেওয়ার বিষয়টিকেও তিনি সমর্থন করছেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, “এর আগেও দেখেছি বোমা বিস্ফোরণের সময়ও একই কাণ্ড হয়েছিল। এখন এই অবস্থায় তাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। রোগ হলেই যদি তাড়িয়ে দেবে তবে সেখানে কাজ করে আর কী লাভ? যখন ভাল থাকবেন, তখন সেখানে কাজ করতে নিয়ে যাবে। আর এখন তাড়িয়ে দেবে!” তাঁর কথায়, “আমি এখনও বলছি, বাংলার মার্কেট ভাল। শ্রমিকরা এখানে কাজ করুন। আমি মানবিকভাবে করতে চাই, তাই করে যাচ্ছি।”