মারণ ভাইরাস করোনার প্রকোপ পড়েছে গোটা বিশ্বে। এই ভাইরাসে ভারতেও আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই সময়ে বাজারে অমিল হ্যাণ্ড স্যানিটাইজার। বাজারে যাতে স্যানিটাইজার কম না পড়ে, তার জন্যই এমন অভিনব উদ্যোগ কলকাতা পুলিশ। আইসোপ্রোপাইল অ্যালকোহল ও তার সঙ্গে অ্যালোভেরা। এই দু’টি মূল উপাদান দিয়েই স্যানিটাইজার তৈরি করতে চাইছে পুলিশ।
থানার অফিসারদের নিজেদের উদ্যোগেও জোগাড় করতে বলা হয়েছে স্যানিটাইজার। এছাড়াও লালবাজারে ঢোকার সময় প্রত্যেক পুলিশকর্মী, আধিকারিক ও দর্শনার্থীর হাত ধোয়ার জন্যও প্রচুর স্যানিটাইজারের প্রয়োজন। সাধারণ মানুষও করোনা ভাইরাস নিয়ে সচেতন হচ্ছেন।
‘হোম মেড’ স্যানিটাইজার তৈরি করলে তা অনেক সস্তা হয় ও বেশি পরিমাণে পাওয়া যায়। আফটার শেভিং লোশনের মতো কিছু তরল স্যানিটাইজার হিসাবে ব্যবহার করা গেলেও তার দাম অনেক বেশি। তাই করোনা ভাইরাস রোধে ‘হোম মেড’ স্যানিটাইজার তৈরি করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এক আধিকারিক জানান, করোনা ভাইরাস রোধে যে কোনও মানুষই এই পদ্ধতিতে তৈরি করতে পারেন স্যানিটাইজার। বাজারের চেয়েও তা দামে অনেক সস্তা পড়বে।
পুলিশের সূত্র জানিয়েছে, ‘হোম মেড’ স্যানিটাইজার তৈরির জন্য প্রয়োজন আইসোপ্রোপাইল অ্যালকোহল। নিয়ম অনুযায়ী, ৬০ থেকে ৭০ শতাংশ অ্যালকোহল স্যানিটাইজারে থাকতে হবে। সাধারণভাবে বাজারে যে আইসোপ্রোপাইল অ্যালকোহল পাওয়া যায়, তা ৯৯.৯ শতাংশ। তাই এই অ্যালকোহল দিয়ে স্যানিটাইজার তৈরি করতে কোনও অসুবিধাই নেই। তার সঙ্গে মেশাতে হবে ৯৮ শতাংশ অ্যালোভেরা।