গত ১০ মার্চ আইজলকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য আই লিগ জয় করেছে মোহনবাগান। চার ম্যাচ বাকি থাকতেই ভারত সেরার খেতাব নিশ্চিত করেছে কিবু ভিকুনার দল। আর সেই জন্য গোটা সবুজ-মেরুন শিবিরকে বিশেষভাবে সংবর্ধিত করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ মার্চ অর্থাৎ শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান হবে।
প্রতি বছরই রাজ্যের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান জানায় রাজ্য সরকার। শুক্রবার ওই অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোরে। ওই অনুষ্ঠানেই মোহনবাগান দলকে সংবর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে একটি চিঠিও রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের পক্ষ থেকে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। আগামীকাল বেলা ১০টা থেকে ওই অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস ও লক্ষ্মীরতন শুক্লা।
উল্লেখ্য, মঙ্গলবার কল্যাণীতে আইজলকে ১-০ হারিয়ে ফের ভারতসেরা হয় ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব৷ বাগানের লিগ ঘরে তোলার জন্য প্রয়োজন ছিল দু’পয়েন্ট৷ সেখানে আইজলকে হারিয়ে তিন পয়েন্ট তুলে নেয় কিবুর ব্রিগেড৷ ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট চলে এল মোহনবাগানের ঝুলিতে৷ অন্যদের পক্ষে এই পয়েন্ট যা ধরাছোঁয়ার বাইরে৷
ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ম্যাচ গোলহীন থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন যে, হয়তো বাগানের লিগ জয় ফের প্রলম্বিত হবে৷ কিন্তু বাবাকার দিওয়ারা বাগানে সবুজ-মেরুন রঙে মুড়িয়ে দেন ঠিক তখনই৷ আবারও পরিত্রাতা হয়ে ওঠেন বেইতিয়া৷ রক্ষণের তিনজন খেলোয়াড়কে শুধু কাটালেনই না, ডানদিকে অরক্ষিত বাবাকরের পায়ে গোলের ঠিকানা লেখা বল সাজিয়ে দিলেন তিনি৷ বাকিটা ইতিহাস৷ ৯ নম্বর গোলে অবদান রাখলেন বেইতিয়া৷ কল্যাণীকে সেলিব্রেশনে মাতান দিওয়ারা৷ ডার্বির আগেই লিগ জয়টা সেরে ফেলে সবুজ-মেরুন ব্রিগেড৷