লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যের শক্তি টের পেল এনডিএ সরকার। রাজ্যসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)–র সদস্য নির্বাচনে এনডিএ প্রার্থীকে পরাজিত করলেন বিরোধী জোটের টিডিপি প্রার্থী সি এম রমেশ।
তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের কথায়, ‘সংসদ থেকেই মোদি সরকারের পরাজয় শুরু হল। বিরোধী ঐক্যের কাছে ২০১৯–এ এনডিএ কুপোকাত হবে। তার আগে ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে আবার কঠিন লড়াই।’ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে প্রার্থী ঠিক করতে গুলাম নবি আজাদের অফিসে এদিন বসেছিলেন বিরোধী নেতারা।
পিএসি–তে দুটি পদের জন্য ভোট হয়। ৩ জন প্রার্থী। রমেশ পেয়েছেন ১০৬টি ভোট। এনডিএ–র দুই প্রার্থী ভূপেন্দ্র যাদব পেয়েছেন ৬৯টি এবং হরিবংশ নারায়ণ যাদব পেয়েছেন ২৬টি ভোট। জয়ী হয়েছেন রমেশ ও ভূপেন্দ্র। ঘটনাচক্রে, রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন পদের জন্য আরেক শক্তিপরীক্ষার মুখে এই ভোটাভুটি। ঘটনাচক্রে, এদিনই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। ৯ তারিখ, বৃহস্পতিবার ভোট। বুধবার দুপুর ১২টার মধ্যে মনোনয়ন। পিএসি–র জয়কে পুঁজি করে এখন সেই লড়াইয়ের কৌশল ঠিক করছেন বিরোধীরা। তবে মূল লক্ষ্য সেই ২০১৯–এর লোকসভা ভোট।
লোকসভা ও রাজ্যসভার সদস্যদের নিয়ে তৈরি হয় পিএসি। এর কাজ সরকারের আয়ব্যয়ের হিসেব পরীক্ষা। কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা ২২। লোকসভা থেকে ১৫ জন সাংসদ, রাজ্যসভা থেকে ৭ জন। সম্প্রতি রাজ্যসভা থেকে কমিটির দুটি পদ ফাঁকা হয়েছে। এতদিন কমিটিতে ছিলেন টিডিপি–র সি এম রমেশ। টিডিপি এনডিএ ছাড়তেই সরকারের তরফে রমেশকে সরিয়ে জেডিইউ–এর হরিবংশ নারায়ণ সিংকে নিয়ে আসা হয়। কড়া প্রতিবাদ জানান বিরোধীরা। বিজেপি–র দুই প্রবীণ নেতার সঙ্গে কথাও বলেন কয়েকজন। ওই দুই নেতা মেনে নেন বিরোধীদের যুক্তি। কিন্তু অনড় ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। অতঃপর ভোটাভুটি। কংগ্রেস প্রথমে ভোটে অংশ নেবে না বললেও এদিন দলের সব সাংসদ ভোট দিয়েছেন। তাতেই ধাক্কা খেলেন শাহ আর তাঁর দল।
পরের লড়াই বৃহস্পতিবার। এই পদে জেডিইউ–এর প্রবীণ সাংবাদিক–সাংসদ হরিবংশ নারায়ণ সিংকে প্রার্থী করতে চলেছে এনডিএ। বিরোধী শিবিরের প্রার্থীর নাম জানা যাবে আজ, মঙ্গলবার। তবে বিরোধী শিবিরে প্রাথমিকভাবে ৪টি নাম নিয়ে আলোচনা চলছে। তাঁদের মধ্যে এগিয়ে এনসিপি–র বন্দনা চৌহান। অন্য নামগুলি হল: ডিএমকে–র তিরুচি শিবা, বিজেডি–র প্রসন্ন আচার্য এবং নির্দল সাংসদ কে টি এস তুলসী।
এখনও পর্যন্ত অঙ্কের যা হিসেব, তাতে ডেপুটি চেয়ারম্যান পদে বিরোধীদের প্রার্থীর জেতার জন্য প্রয়োজন নবীন পট্টনায়কের বিজেডি–র সমর্থন। সে কারণেই বিজেডি–র প্রসন্ন আচার্যকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত নবীনের সিদ্ধান্ত, তাঁর দল ভোটাভুটিতে অংশ নেবে না।