গত সপ্তাহের প্রথম দিন থেকেই হিংসার আগুনে পুড়েছে দিল্লীর বিস্তীর্ণ এলাকা। জাত, ধর্ম নির্বিশেষে মৃত্যু হয়েছে বহু মানুষের। হিংসা থামলেও এখনও বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ। এদিনও দিল্লী থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় মৃতদেহ। যার ফলে দিল্লী হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫৩। তদন্তকারীদের ধারণা, আরও বাড়তে পারে এই মৃত্যুমিছিল।
গত রবিবার দিল্লীর হিংসায় উদ্ধার হয়েছিল আরও তিনটি দেহ। রবিবার গোকুলপুরীর নর্দমা থেকে একটি ও ভাগীরথী খাল থেকে উদ্ধার হয়েছে দুটি দেহ। এরপর আবার বৃহস্পতিবার। ফলে দিল্লীর হিংসায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫৩। আহত হয়েছেন ৩০০-রও বেশি মানুষ।
এদিকে, রাজধানীর হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৬৫৪টি মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে ১৮২০ জনকে। সূত্রের খবর, এই হিংসার ফলে প্রায় ২৫,০০০ কোটি টাকার লোকসান হয়েছে। হিংসার আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে দিল্লীর বহু এলাকা। তবে সবকিছুর উর্দ্ধে উঠে বিড়ম্বনা হয়ে উঠছে এই মৃতের সংখ্যা।