ডোনাল্ড ট্রাম্প মোগ্যাম্বো। এই মোগাম্বোকে খুশি করতে চান প্রধানমন্ত্রী মোদী। এই ভাষাতেই এবার মোদী ও মার্কিন প্রেসিডেন্টকে বিঁধলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি। বিরোধী দলনেতার বক্তব্য, ‘মোগ্যাম্বো খুশ হুয়া’। ঠিক এটাই শুনতে চাইছেন মোদী। খোদ ট্রাম্পের মুখ থেকে। সেই জন্যই এত খরচ। এত প্রস্তুতি।
‘মিস্টার ইন্ডিয়া’ ছবির এই বিখ্যাত (বলা ভাল, কুখ্যাত) চরিত্রটিকে খুশি করার জন্য তাঁর সাগরেদরা কিছু করলেই তাতে তিনি খুশি হয়ে বলতেন ‘মোগ্যাম্বো খুশ হুয়া’। অধীরের বক্তব্য, আমেরিকায় যখন ‘হাউডি মোদী’ অনু্ষ্ঠিত হয়েছিল তখন মঞ্চে রিপাবলিকান, ডেমোক্র্যাটরা সকলেই উপস্থিত ছিলেন। কিন্তু ভারতে যখন ট্রাম্প আসবেন তখন শুধু মোদী উপস্থিত থাকবেন।
গুজরাত মডেল নিয়েও মোদীকে তোপ দাগেন অধীর। বলেন, গরীবদের নিয়ে কিছু ভাবে না সরকার, তাঁদের ঢাকতে পাঁচিল দেওয়া হচ্ছে। এদিকে জনগণের এত এত টাকা শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের আগমনের জন্য খরচ করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ট্রাম্পের ‘৭০ লক্ষ লোক থাকবে’ মন্তব্যে খোঁচা মারেন অধীর। প্রশ্ন তুলেছিলেন, ট্রাম্প কি ভগবান যে তাঁর জন্য এত লোক থাকতে হবে?