রবিবার রাতে লা লিগায় দুই তারকার যুগলবন্দিতেই জয়ের সরণিতে ফিরল বার্সেলোনা। প্রথম জন লিওনেল মেসি। অন্য জন লা লিগায় সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার কীর্তি গড়া তরুণ তুর্কি আনসু ফাতি। প্রথমজনের পায়ের জাদুতে গত এক দশকেরও বেশি সময় ধরে আচ্ছন্ন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। আর একজন মাত্র সতেরো বছর বয়সেই তারকা হয়ে উঠেছেন।
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ১৩ বছর বয়সে যোগ দিয়েছিলেন লা মাসিয়ায়। আনসুর শুরু দশ বছর বয়স থেকে। আদর্শ মেসির মতোই উল্কার গতিতে উঠে এসেছেন তিনি। ২০১৯-২০ মরসুমে সিনিয়র দলে খেলার জন্য আনসুকে তিন বছরের চুক্তিতে সই করান বার্সা কর্তারা। লা লিগায় সিনিয়র দলের হয়ে অভিষেক হয় রিয়াল বেতিসের বিরুদ্ধে। ঘরের মাঠে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ভাঙেন ২০০৯ সালের মার্ক মুনিয়াসার রেকর্ড।
রবিবার রাতে আনসু গড়লেন লা লিগায় সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার নজির। এত দিন এই রেকর্ড ছিল মালাগার খুয়ানমি খিমেনেসের দখলে। ১৭ বছর ১১৫ দিনে তিনি জোড়া গোল করেছিলেন রিয়াল জারাগোসার বিরুদ্ধে। আনসু লা লিগায় তাঁর প্রথম দু’টি গোল করলেন মাত্র ১৭ বছর ৯৪ দিনে। আর বার্সার নতুন তারকার দু’টি গোলের নেপথ্যেই মেসি। আর্জেন্টিনা অধিনায়কের দুরন্ত পাস থেকে আনসু প্রথম গোল করেন ম্যাচের ৩০ মিনিটে। এক মিনিটের মধ্যেই ফের মেসির পাস থেকে দ্বিতীয় গোল। সংযুক্ত সময়ে রুবেন রোচিনা ব্যবধান কমালেও লেভন্তের হার বাঁচাতে পারেননি। এই জয়ের ফলে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা। সমসংখ্যক ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।