ঔদ্ধত্য–দাম্ভিকতার চরম সীমা অতিক্রম করলেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য। বাজেটের আর এক সপ্তাহও বাকি নেই। তার মধ্যেই নতুন বিতর্কে তৈরি করলেন অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। দিল্লীতে তাঁর নির্বাচনী প্রচারের মধ্যেই উঠল বিতর্কিত স্লোগান। ‘দেশ কে গদ্দারোঁ কো, গোলি মারো শা* কো’। অর্থাৎ দেশদ্রোহীদের গুলি করে মারো। কিন্তু কে বা কারা দেশদ্রোহী? তা অবশ্য খোলসা করেননি তিনি। রিথিলা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। যা নিয়ে এখন জাতীয় রাজনীতি বেশ তপ্ত।
অনুরাগ ঠাকুরের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পরে একই সভায় হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুরাগের এই স্লোগানের ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে বিরোধীরা। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস আর আপ। অভিযোগ পেয়ে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। ফলে শোরগোল পড়ে গিয়েছে।
এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই প্রবল অস্বস্তিতে পড়েছে বিজেপি। কারণ এই মঞ্চে উপস্থিত হয়েছিলেন স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে অনুরাগের মন্তব্যকে কার্যত তিনি সিলমোহর দিলেন। বিজেপি’র পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে এই স্লোগান অনুরাগ নন, জনসভায় হাজির হওয়া জনতা বলেছে। কিন্তু তা মানতে নারাজ বিরোধিরা। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল টুকরে টুকরে গ্যাংয়ের কথা। পরে অবশ্য আরটিআই করে জানা যায় এই গ্যাংয়ের কোনও অস্তিত্ব নেই।
উল্লেখ্য, জেএনইউয়ের ঘটনার পর দিল্লিতে সিএএ’র সমর্থনে মিছিল করেছিলেন বিজেপি নেতা কপিল মিশ্র। ওই মিছিল থেকেও একই স্লোগান উঠেছিল। ওই কপিল মিশ্রের বিরুদ্ধেই সাম্প্রদায়িক স্লোগান তোলার অভিযোগ উঠেছে নির্বাচনী প্রচারে। তাই তাঁর ভাষণে ৪৮ ঘণ্টা নিষিদ্ধ করে কমিশন।