জেএনইউয়ে হামলার প্রতিবাদে দিন দুয়েক আগেই খড়গপুর আইআইটি-তে ‘আজাদি’ স্লোগান দিয়ে বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা। আজ মেদিনীপুর শহরে অভিনন্দন যাত্রা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই বিক্ষোভের প্রেক্ষিতেই নোংরা মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বললেন, আইআইটি পড়ুয়া সহ যাঁরাই আজাদির স্লোগান দেবেন, তাঁদের মেরে তাড়িয়ে দেওয়া হবে।
তিনি দাবি করেন, জামিয়া মিলিয়া, আলিগড় ইউনিভার্সিটি সহ দেশের গুটিকয়েক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হয়েছে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছ থেকে বন্দুক-কার্তুজ উদ্ধার হয়েছে। একইসঙ্গে এদিন নৈহাটি বিস্ফোরণ নিয়েও রাজ্য সরকার, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কুরুচিকর বক্তব্য পেশ করেন সায়ন্তন। নাম না করে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেন তিনি।
বলেন, ‘এরপরের বোমাটা কালীঘাটে ফাটবে আর উনি উড়ে গিয়ে নারকেল গাছে উঠে বসবেন। সেদিন বুঝতে পারবেন কত ধানে কত চাল।’ মেদিনীপুরে পা দিয়েই যথেষ্ট আক্রমণাত্মক ভাষায় কথা বলেছেন সায়ন্তন বসু। এমনকি বাংলাকে ‘জিহাদিদের স্বর্গরাজ্যে’ বলেও দাবি করেন তিনি। তবে সায়ন্তনের এই বক্তব্যে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।