রেলের ভাড়া বাড়াচ্ছে কেন্দ্র,কিন্তু যাত্রী সুরক্ষায় নজর নেই তাদের। শনিবার রাতে বর্ধমান স্টেশনের ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আরেকবার। শনিবার রাত ৮টা ১০ নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বর্ধমান রেল স্টেশনে ঢোকার মুখে ছাদের অংশ। যার জেরে এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ৫ জন। সেই ঘটনার জেরে রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে এবার কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সরাসরি তাঁর অভিযোগ, ভাড়া বাড়ালেও রক্ষণাবেক্ষণে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। উল্টে রেলের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে।
বর্ধমান কাণ্ডের জেরে শনিবার মোদী সরকারকে নিশানায় নিয়ে অধীর চৌধুরী বলেন, ‘লোকসানে চলছে রেল। পরিষেবার জন্য বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। রেলে এখন ১০০ টাকা আয় করতে গেলে ১৪০ টাকা খরচ করতে হচ্ছে। মানুষের টাকা দিতে সমস্যা নেই, ভাড়া বাড়িয়েছে। প্রয়োজনে মানুষ আরও দিতে রাজি, কিন্তু নুন্যতম নিরাপত্তা কোথায়? এদের শুধু ভাষণ আছে রেশন নেই।’
শুধু তাই নয়, এই প্রেক্ষিতে মোদী সরকারের বুলেট ট্রেনের স্বপ্নকেও কটাক্ষ করতে ছাড়েননি বহরমপুরের অধীর। তিনি বলেন, ‘বুলেট ট্রেনের স্বপ্ন দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু যে সমস্ত ক্ষেত্রে নজর দেওয়া প্রয়োজন সেদিকে কোনও গুরুত্ব দিচ্ছে না। কাজের কাজ যে কিছুই হচ্ছে না এই ঘটনাতেই তা প্রমাণিত। যারা আহত, তাঁদের শীঘ্রই ক্ষতিপূরণ দেওয়া হোক এবং এই ঘটনায় যারা দোষী পুর্ণাঙ্গ তদন্ত করে তাঁদের শাস্তি দেওয়া হোক। আমি নিজেও রেল মন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলব।’