অস্ট্রেলিয়ায় বর্তমানে ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে পড়েছে। এই আতঙ্ক ঘিরে রয়েছে ক্রিকেটকেও। সেই অবস্থার মধ্যেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা তৈরি হচ্ছেন টেস্ট দ্বৈরথে নামতে। আপাতত ঠিক আছে যে, টেস্ট ঠিক সময়ই শুরু হবে। কিন্তু বায়ুর গুণমানের মাত্রা কমতে থাকলে আম্পায়াররা যে কোনো মুহূর্তে খেলা বন্ধ করে দিতে পারেন।
প্রতি বছর জানুয়ারিতে ম্যাকগ্রা ফাউন্ডেশনের উদ্যোগে স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে এবং অর্থ তুলতে আয়োজন করা হয় এই গোলাপি টেস্টের। এ বার খেলার শুরুতে দু’দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে দাবানলে মৃত মানুষদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন। পাশাপাশি এক মিনিট করতালির মাধ্যমে ক্রিকেটাররা শ্রদ্ধা জানাবেন সেই সব কর্মীকে, যাঁরা লড়াই করে চলেছেন ভয়ঙ্কর এই দাবানলের বিরুদ্ধে। অস্ট্রেলীয় কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং অধিনায়ক টিম পেইনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা প্রার্থনা করছি যেন পরিস্থিতির উন্নতি হয়।’
শুক্রবার থেকে টেস্ট শুরু হলেও শনিবার দিনটা নিয়েই সবার চিন্তা বেশি। কারণ ওই দিন গরমের মাত্রা আরও বাড়তে পারে খবর। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের প্রধান পিটার রোচ বলেছেন, ‘বৃষ্টির মতোই যদি ধোঁয়াশার কারণে খেলা বন্ধ থাকে, তা হলে ম্যাচের সময় বাড়বে। আমরা দেখেছি, ধোঁয়া এলেও সেটা তাড়াতাড়ি চলে যায়। পুরো একটা দিন এই ধোঁয়াশার কারণে খেলা বন্ধ থাকছে, এ রকমটা ঘটার আশঙ্কা বেশ কম।’ তবে সে রকম পরিস্থিতি তৈরি হলে আম্পায়াররা যে কোনও সময়ে খেলা বন্ধ করে দিতে পারেন।