বিহারের বৈশালীতে সাত সকালে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন কংগ্রেস নেতা রাকেশ যাদব। শনিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ তাঁর বাড়ি থেকে ৩ কিমি দূরে মিরপুর গ্রামের একটি জিমে যাচ্ছিলেন তিনি। সেই সময় দুই হামলাকারী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর তাঁকে সাফদার হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
বিহারের সাব-ডিভিসনাল অফিসার রাঘব দয়াল জানিয়েছেন, “কংগ্রেস নেতা রাকেশ যাদব সিনেমা রোডের একটি জিমের সামনে গুলি করে খুন করা হয়। ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণ? ঘটনার তদন্তে নেমেছে পুলিশ”।
সূত্রের খবর, এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালানো হবে। এদিন সকালে কয়েকজন অজ্ঞাত পরিচয় হামলাকারী তাঁকে গুলি করে। মোট পাঁচটি গুলি করে বলে জানা গিয়েছে। হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ।