দেশে চাকরি নেই। শিল্প নেই। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বর্তমান সমাজ ব্যবস্থার নিরিখে অন্ন, বস্ত্র, বাসস্থান আর ইন্টারনেটের মতো প্রাথমিক চাহিদাগুলিও নেই। সবমিলিয়ে এর প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতির ওপর। আর ভারতীয় অর্থনীতিতে মন্দার প্রভাব গ্রামের জনসংখ্যার ওপর পড়েছে। কিন্তু সম্প্রতি মার্কেট রিসার্চ ফার্ম ‘ইপসস’– এর নতুন সমীক্ষায় শহরের জনসংখ্যার দুশ্চিন্তার আসল কারণ জানা গিয়েছে। তা গ্রামের মানুষের চাইতে কোনও অংশে আলাদা নয়।
জানা গেছে, এই সমীক্ষা চালানোর সময় ২০ হাজার প্রাপ্তবয়স্কের সঙ্গে কথা বলেছে ‘ইপসস’। শহরের মানুষদের মনে যেই বিষয় নিয়ে সর্বক্ষণ দুশ্চিন্তা চলে, তা হল চাকরি। শহুরে ভারতীয়দের ৪৬ শতাংশ কর্মসংস্থানের চিন্তায় জর্জরিত। সমীক্ষায় দেখা গিয়েছে, অক্টোবর মাসে এই হারের পরিমাণ অন্তত তিন শতাংশ কম ছিল নভেম্বরের তুলনায়। বেকারত্ব ছাড়া শহরের মানুষকে আর যা যা বিষয় মানসিকভাবে আক্রান্ত করছে তা হল, রাজনৈতিক দুর্নীতি, অপরাধ, হিংসা, দারিদ্র্য ও সামাজিক বৈষম্য।
‘ইপসস ইন্ডিয়া’–এর কর্মী পারিজাত চক্রবর্তী বললেন, ‘সরকারকে এই বেকারত্ব দমন করার জন্য কর্মসংস্থান বাড়াতে হবে। এর সঙ্গে তরুণ তরুণীদের আর যা যা বিষয় নিয়ে মানসিক সমস্যা হচ্ছে সেগুলোর দিকে নজর দিতে হবে মোদী সরকারকে।’