এনআরসি এবং ক্যাবের বিরোধিতায় জ্বলছে উত্তর-পূর্ব ভারত। আঁচ লেগেছে বাংলাতেও। জেলায় জেলায় বিক্ষোভ, অবরোধ, অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের দাবি, নাগরিকত্ব সংশোধনী বিল অসাংবিধানিক। এই বিল মানব না। এই পরিস্থিতিতে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন প্রাক্তন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।
এই প্রসঙ্গে একটি টুইট করেন যশবন্ত সিনহা। সেখানে এনআরসি এবং ক্যাবের জন্য সরকার নথি চাইলে, তা না দেবার আহবান জানিয়েছেন তিনি। টুইটে যশবন্ত লিখেছেন, ‘সরকারকে সহযোগিতা না করা এবং সরকারি আধিকারিকরা এলে তাদের নথিপত্র না দেওয়াই হবে এনআরসি এবং সিএএ- এর বিরুদ্ধে সবচেয়ে ভালো প্রতিবাদ। পারলে ওরা আমাদের সবাইকে অভিবাসী ঘোষণা করুক’।
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার প্রায় ৮ ঘণ্টা বিতর্কের পর রাজ্যসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল। ভোটাভুটির সময় ২৪০ জন সাংসদের মধ্যে রাজ্যসভার অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন ২৩০ জন। তার জেরে ম্যাজির ফিগার নেমে দাঁড়ায় ১১৬। বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। বিপক্ষে ভোট দেন ১০৫ জন সাংসদ।