বাংলার শাসক দলের নির্বাচন কৌশল ঠিক করা ও ভাবমূর্তি উন্নতির দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেখানে তাঁর সফলতার কাহিনী তাঁকে নতুন দায়িত্বের দিকে অগ্রসর করল। পরের বছরই দিল্লীর বিধানসভা নির্বাচন। তাই তার আগে কোমর বেঁধে নামতে চলেছে দিল্লীর কেজরিওয়াল সরকার। সেই কারণেই অরবিন্দ কেজরিওয়ালের জন্য রাজনৈতিক কৌশল ঠিক করবেন প্রশান্ত কিশোর। শনিবার প্রশান্তের পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আই-প্যাকের সঙ্গে গাঁটছড়ার কথা ঘোষণা করেছেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
‘আমাদের সঙ্গে জুড়ছে আই-প্যাকও, এই খবর খুশির সঙ্গে ঘোষণা করছি।’ শনিবার সকালে টুইটে জানান অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত, ২০২০-র শুরুতেই নির্বাচন রাজধানী দিল্লিতে। ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬৭টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেন কেজরিওয়াল। তবে লোকসভা নির্বাচনে দিল্লীতে সেভাবে প্রভাব ফেলতে পারেনি আপ। সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে বদ্ধ পরিকর আম আদমি পার্টি।