নারীসুরক্ষায় যোগীরাজ্য যে কতটা পিছিয়ে, সাম্প্রতিক কয়েকটি ঘটনাই তার প্রমাণ। গতকাল আদালত যাওয়ার পথে গায়ে আগুন লাগিয়ে দিয়ে খুনের চেষ্টা করা হয়েছিল উন্নাও ধর্ষণকান্ডের নির্যাতিতাকে। আর সেই গতকালই উত্তরপ্রদেশের এক বিয়েবাড়িতে এক নর্তকীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। জানা গেছে, সেখানে চলছিল নাচের অনুষ্ঠান। কিন্তু হঠাৎ নাচ বন্ধ হতেই নর্তকীর মুখ লক্ষ্য করে গুলি করা হল। গুরুতর আহত সেই নর্তকী বর্তমানে কানপুরের হাসপাতালে চিকিৎসাধীন।
আহত নর্তকীর বাড়ি উত্তরপ্রদেশের চিত্রকূটে। গোটা ঘটনাটির ভিডিও করেছেন এক তরুণী। যিনি ওই নর্তকীর সঙ্গে একই ডান্স গ্রুপে কাজ করেন। এক মিনিটের সেই ভিডিওয় দেখা গেছে, ক্লান্ত নর্তকী নাচ বন্ধ করতেই এক মদ্যপ ব্যক্তি বলছেন, ‘গুলি চালিয়ে দেব।’ পাশে উপস্থিত আর একজন বলছেন, ‘সুধীর ভাই, গুলি চালিয়ে দিন।’ এরপরই নর্তকীকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনায় উপস্থিত সকলেই অবাক হয়ে যান।
সূত্রের খবর, গ্রাম প্রধান সুধীর সিং প্যাটেলের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। গুলি চালানোর ঘটনায় আহত হয়েছেন পাত্রের দুই মামা মিথিলেশ ও অখিলেশ। ঘটনার সময় দু’জনেই মঞ্চের উপর ছিলেন। জানা গেছে, পাত্রীপক্ষের একজন এই গুলি চালিয়েছে। গত রবিবার পাত্রের কাকা রাম প্রতাপ পুলিশে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযুক্তকে খুঁজছে পুলিশ।