ছত্তিশগড়ে বরাবরই মাওবাদীদের ঘাঁটি। যে কোনো সময় সেখানে মাওবাদী হামলার আশঙ্কা থাকে। এবার সেখানেই সহকর্মীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেল পাঁচ আইটিবিপি (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ) জওয়ান। হত্যাকাণ্ডের পর নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন মাসুদুল রহমান নামে ওই বাঙালি জওয়ানও। নিহতদের তালিকায় রয়েছেন আরও দুই বাঙালি।
ছত্তিশগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও বিষয় নিয়ে বাগবিতণ্ডার জেরে এক জওয়ান নিজের সার্ভিস রাইফেল থেকে আচমকাই গুলিবর্ষণ শুরু করেন আইটিবিপি-র কনস্টেবল মাসুদুল রহমান। পাঁচ সহকর্মীকে গুলি করে খুন করার পর আত্মঘাতী হন তিনিও। বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি বলেন, ‘এক জওয়ান তাঁর সার্ভিস রাইফেল থেকে অন্যান্য জওয়ানদের লক্ষ্য করে গুলি চালান।’ এই হত্যাকাণ্ডের খবর পেয়েই এলাকায় যান জেলার উচ্চপদস্থ পুলিশকর্তারা। আহত দু’জনকে উদ্ধার করে আপাতত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে কাদেনার এলাকায় আইটিবিপি-র ওই শিবির রয়েছে। সেখানে রয়েছে আইটিবিপি-র ৪৫ নম্বর ব্যাটালিয়ন। তবে কি কারণে এই গন্ডগোল শুরু হয়েছে, তা জানা যায়নি। আহত দুজন সুস্থ হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেই পুলিশ সূত্রে জানা হচ্ছে।