ভারতে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, ৬ ডিসেম্বর মহম্মদ আজহারউদ্দিনের শহর হায়দ্রাবাদে। যেখানে পৌঁছে ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছে পোলার্ডের দল।ভারতের বিরুদ্ধে তাঁরা যে ‘আন্ডারডগ’, তা মেনে নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। কিন্তু পাশাপাশি এও শুনিয়ে রাখছেন, মাঠে সব কিছুই সম্ভব।
পোলার্ড বলেছেন, ‘‘আমরা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামব। জানি, এই লড়াইয়ে আমরা আন্ডারডগ। ভারতের থেকে পিছিয়েই মাঠে নামব। তাতে কোনও সমস্যা নেই। আমি শুধু একটা কথা জানাতে চাই। নিজেদের দক্ষতার প্রতি আস্থা রাখলে, ঠিক মতো পরিকল্পনা কাজে লাগাতে পারলে সব কিছুই সম্ভব।’’ পোলার্ড বুঝিয়ে দিয়েছেন, ভারত শক্তিশালী হলে, তাঁরাও কারও থেকে কম নয়।
কিছু দিন আগেই আফগানিস্তানকে ওয়ান ডে সিরিজে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পোলার্ড মনে করেন, সেই জয় তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে। একই সঙ্গে ক্যারিবিয়ান অধিনায়ক চান, ধারাবাহিকতা ধরে রাখতে। পোলার্ডের মন্তব্য, ‘‘আফগানিস্তানের বিরুদ্ধে তৈরি হওয়ার জন্য বিশেষ সময় পাইনি আমরা। তাও খুব ভাল ফল হয়েছে। এর জন্য ছেলেদের কৃতিত্ব দিতেই হবে। এই জয় কিন্তু বুঝিয়ে দিচ্ছে, আমাদের ভবিষ্যৎ রীতিমতো উজ্জ্বল।’’
পোলার্ডের আত্মবিশ্বাসী হওয়ার কারণ আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের নাম যে ওয়েস্ট ইন্ডিজ। যদিও এই দলটায় ক্রিস গেল বা আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটার নেই। পোলার্ডের মন্তব্য, ‘‘সফল হওয়ার একটা ফর্মুলা থাকে। কয়েকটা ব্যাপার যদি আপনি ঠিকঠাক করতে পারেন, তা হলে বেশির ভাগ সময়েই ফল আপনার পক্ষে যাবে।’’