কলকাতা: উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে।(Weather Forecast) নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী ১৭ ডিসেম্বর। তার উপর আবার দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি এর প্রভাবে শীতের ওঠানামা জারি রয়েছে। তাপমাত্রা বাড়ল কলকাতায়।
স্বাভাবিকের নিচে থাকার পর কলকাতায় বাড়ল তাপমাত্রা। সোমবার ১৬ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা। আগামী পাঁচ থেকে সাত দিন ১৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যেই থাকবে কলকাতার তাপমাত্রা।(Weather Forecast) সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় তারতম্য নেই আগামী কয়েকদিনে।সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। তবে দিনের বেলা সামান্য কমবে অনুভূতি।
আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫-১৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের ও উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি।
জানা যাচ্ছে, উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকাল এবং রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় অনুভূতি কমবে। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং উপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত হতে পারে।




