ওয়ারশ: সম্প্রতি বাংলাদেশে এবং আমেরিকায় ভেঙে পড়ে যুদ্ধবিমান।(FighterJet Crash) এবার সেই একই ঘটনার সাক্ষী রইল পোল্যান্ড। দুর্ঘটনার কবলে পড়ল যুদ্ধবিমান। জানা যাচ্ছে, বৃহস্পতিবারের মহড়া করতে গিয়েই ভেঙে পড়ল পোল্যান্ডের বায়ুসেনার এফ-১৬ জেট। বিমানে থাকা পাইলটের মৃত্যু হয়। সেই ভিডিও নেটদুনিয়ায় আসতেই ভাইরাল। এই ঘটনার জেরে চাঞ্চক্য ছড়িয়েছে পোল্যান্ডে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, আকাশে ওড়ার সময়ে আচমকাই বাঁক খেয়ে নিচের দিকে পড়তে থাকে যুদ্ধবিমানটি। কয়েক সেকেন্ডের মধ্যে আছড়ে পড়ে রানওয়েতে। দাউদাউ করে আগুন ধরে যায় যুদ্ধবিমানে।(FighterJet Crash)

জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষেই পোলিশ বায়ুসেনার একটি এয়ার শো হওয়ার কথা ছিল। তারজন্যই মহড়া সারছিল এফ ১৬ যুদ্ধবিমান। এরপর বৃহস্পতিবার ভারতীয় সময়ে রাত ১১টা নাগাদ ব্যারেল-রোল অ্যাক্রোব্যাটিক ম্যানুভার করার সময়েই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার জেরে মৃত্যু হয়েছে বিমানের পাইলটের। তবে কেউ সেভাবে আহত হননি।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ভ্লাদিস্ল কোসিনিয়াক কামিসজ। তবে ঠিক কোন কারণে এহেন মর্মান্তিক পরিণতি হল যুদ্ধবিমানের, তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনার পর বাতিল করা হয়েছে বায়ুসেনার এয়ার শো অনুষ্ঠান।




