ভোপাল : মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে আকছার ফুটে উঠেছে উগ্র হিন্দুত্ববাদ ও মুসলিমবিদ্বেষের ছবি। প্রায় প্রতিদিনই প্রকাশ্যে আসছে নানান খবর। এবার বিজেপিশাসিত মধ্যপ্রদেশে(Madhyapradesh )মুসলিমদের জিমে প্রবেশ করতে না দেওয়ার নিদান দিয়ে বসলেন এক পুলিশ আধিকারিক! সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই উক্ত পুলিশ আধিকারিককে এমন মন্তব্য করতে শোনা যাচ্ছে। ভিডিওটি নেটমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে একাধিক মহলে।
Read More: দ্রুত উলটপুরাণ! ‘পাকিস্তানপন্থী’ বিবৃতি প্রত্যাহার কলম্বিয়ার
অতিসম্প্রতিই ভোপালের একটি জিমে গিয়ে ঝামেলা শুরু করেন বজরং দলের কিছু সদস্য। তাঁদের দাবি ছিল, জিমে কোনও মুসলিম প্রশিক্ষক রাখা যাবে না। তাছাড়া কোনও মুসলিম যুবক-যুবতী প্রশিক্ষণ নিতে আসতে পারবেন না। এই নিয়ে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।(Madhyapradesh )এরপর জিম মালিক ও বজরং দলের সদস্যদের নিয়ে আলোচনা করতে বসেন ভোপাল পুলিশের সাব-ইন্সপেক্টর দীনেশ শর্মা। তখনই তাঁকে নির্দেশ দিতে শোনা যায়, “জিমে কোনও মুসলিম প্রশিক্ষক থাকবে না। পাশাপাশি কোনও মুসলিম ছেলে, মেয়ে জিমে প্রশিক্ষণ নিতে আসতে পারবে না।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1928727081824698741?s=19
ঘটনায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্ক। একজন পুলিশ কর্তা কীভাবে এমন নির্দেশ দিতে পারেন? উঠছে প্রশ্ন। যদিও বিতর্কের মুখে পড়ে ওই পুলিশ কর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। এদিকে ওই পুলিশকর্তার বক্তব্যকে সমর্থন করে তাঁর পাশে দাড়িয়েছেন ভোপালের বিজেপি সাংসদ তথা বিজেপি নেতা অলোক শর্মা। “ভোপালের সমস্ত জিমের প্রশিক্ষকদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। সরকারের কাছে সেই রিপোর্ট জমা পড়বে খুব তাড়াতাড়ি। মেয়েদের প্রশিক্ষণের জন্য মহিলা প্রশিক্ষক নিয়োগের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে”, জানান তিনি।