নয়াদিল্লি : ভারত-পাক সংঘাতের আবহেই বড়সড় প্রশ্নের মুখে পড়ল মোদী সরকার। এবার সময়মতো প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ না করা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং।(Air Chief Marshal) যে প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন না, সেই প্রতিশ্রুতি দেন কেন? প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী সরকারি সংস্থাগুলির উদ্দেশে সরাসরি প্রশ্ন তাঁর।
Read More: https://x.com/ekhonkhobor18/status/1928358431674519590
দিল্লিতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বায়ুসেনা প্রধান(Air Chief Marshal) বলেন, “আমার মনে হয়, এমন একটিও প্রকল্প নেই যেটি সময়মতো সম্পন্ন হয়েছে। এই বিষয়টির উপর আমাদের নজর দিতে হবে। এমন কোনও প্রতিশ্রুতি আমরা কেন দেব, যা পূরণ করা সম্ভব নয়?”
এরপরই আক্ষেপের সুর ধরা পড়ে অমরপ্রীত সিংয়ের গলায়। জানান, “চুক্তি স্বাক্ষর করার সময় কখনও কখনও আমরা নিশ্চিত থাকি যে, এটি সময়মতো পাওয়া যাবে না। তাও আমরা চুক্তিতে স্বাক্ষর করি।” তাঁর কথায়, “আকাশকে শক্তিশালী করতে হবে। বায়ুসেনা শক্তিশালী না হলে কোনও অভিযানই সাফল্য পাবে না। এটা এই অভিযানে (অপারেশন সিঁদুর) বুঝতে পারা গিয়েছে। আমাদের নিজেদের দেশে শুধু উৎপাদন করলেই হবে না, যুদ্ধাস্ত্র ডিজাইনও করতে হবে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1928358431674519590
পাশাপাশি তেজস এমকে ১এ যুদ্ধবিমানের দেরিতে সরবরাহ নিয়ে এয়ার চিফ মার্শালের অভিযোগ, ২০২১ সালের ফেব্রুয়ারিতে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল) সঙ্গে ৪৮,০০০ কোটি টাকার চুক্তি হয়েছিল। এখন তা স্থগিত রয়েছে। ৮৩টি অর্ডার করা বিমানের মধ্যে ২০২৪ সালের মার্চ মাসে প্রাথমিকভাবে সরবরাহ আরম্ভ হওয়ার কথা থাকলেও বাস্তবায়িত হয়নি তা।
উল্লেখ্য, আত্মপ্রচারের বরাবরই পটু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন সময় দেশের নানান প্রান্তে ভাষণ দিতে গিয়ে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কৃতিত্ব জাহিরের চেষ্টা করেছেন তিনি। অথচ যে বায়ুসেনার অপরিসীম বীরত্বে পহেলগাঁও হামলার প্রত্যাঘাত সম্পন্ন হয়েছে, সেই বায়ুসেনার তরফেই এবার যুদ্ধাস্ত্র সরবরাহ নিয়ে প্রশ্ন তোলা হল। স্বাভাবিকভাবেই সংশয়ের সম্মুখীন কেন্দ্রের দায়বদ্ধতা। দেশের অস্ত্র উৎপাদনকারী সরবরাহগুলির তথৈবচ দশা নিয়ে দীর্ঘদিন ধরে সরব হয়েছেন বিরোধীরাও। কিন্তু সেদিকে বিন্দুমাত্র হুঁশ নেই মোদী সরকারের।