কলকাতা : অবশেষে স্বস্তি। ভারতের ক্রমাগত চাপের মুখে পড়ে বুধবার বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দিয়েছে পাক সেনা। খুশির হাওয়া বইছে পূর্ণমের পরিবারে। খবর পেয়েই জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। পূর্ণমকে শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রজনী দেবী।
Read More: দেশের প্রথম বৌদ্ধ প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বি আর গাভাই
গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পরদিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন হুগলির সেনা জওয়ান পূর্ণম। পরবর্তীতে জানা যায়, ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি তিনি। তারপর পেরিয়েছে দু সপ্তাহেরও বেশি সময়। প্রথমদিকে তাঁর ফেরার আশায় ছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী-সহ পরিবারের সবাই। কিন্তু ভারত-পাক যুদ্ধের আবহ তৈরি হতেই দুশ্চিন্তায় ডুবে ছিলেন তাঁরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922572587697062047
এই পরিস্থিতিতে রবিবার পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) রজনী সাউ জানান, মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনিই আশ্বাস দিয়েছেন, একসপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম। সেই কথাই সত্যি হল। একাধিক ফ্ল্যাগ মিটিংয়ের পর ২২ দিন পর, বুধবার পাক সেনার হাত থেকে মুক্তি পেলেন পূর্ণমকুমার সাউ। এরপরই মুখ্যমন্ত্রী জওয়ানের স্ত্রীকে ফোন করেন। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। “পাকিস্তানে বন্দি জওয়ানের মুক্তির খবর পেয়েছি। আমি খুব খুশি। আমি ওর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। আগেও ওর স্ত্রী রজনীর সঙ্গে কথা হয়েছে। আজ আবার ফোন করেছিলাম। পূর্ণমকে শুভেচ্ছা। গোটা পরিবার খুব ভালো থাকুক”, লিখেছেন তিনি।