নয়াদিল্লি : বুধবার রাষ্ট্রপতি ভবনে ভারতের ৫২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বি আর গাভাই। প্রথম বৌদ্ধ হিসাবে ভারতের প্রধান বিচারপতি হলেন গাভাই।(Buddhist Chief Justice) শপথগ্রহণ শেষ হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ অন্যান্য বিশিষ্টরা।
Read More: ভারত-পাক সংঘাতের আবহে সুন্দরবন উপকূল সীমান্তে বাড়ল নিরাপত্তা
গতকাল, অর্থাৎ মঙ্গলবার আনুষ্ঠানিক অবসর নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সকালে তিনি আদালতের ‘সেরিমনিয়াল বেঞ্চ’-এ তাঁর শেষ ভাষণ দেন। এরপরই তিনি গাভাইকে প্রশংসায় ভরিয়ে দেন।(Buddhist Chief Justice) “গাভাইয়ের মতো একজন সৎ প্রধান বিচারপতিকে পেয়ে দেশ আপ্লুত। তিনি মৌলিক অধিকার এবং বিচার বিভাগের নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখবেন,” বলেন সঞ্জীব খান্না।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922570983648510112
প্রসঙ্গত, রীতি অনুযায়ী আইন মন্ত্রক প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে তাঁর উত্তরসূরির নাম প্রস্তাবের আহ্বান করেছিল। সেই মতো বিচারপতি খান্না বিআর গাভাইয়ের নাম প্রস্তাব করেছিলেন। আগামী ছ’মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন গাভাই। চলতি বছরে নভেম্বর মাসে অবসর নেবেন তিনি। বিচারপতি বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গাভাই। প্রথম বৌদ্ধ হিসাবে প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন তিনি।