নয়াদিল্লি: ভারত-পাক যুদ্ধের মাঝে বিরতি ঘোষণা হয় দু’দেশের মধ্যে। যুদ্ধবিরতির পরে সোমবারই আলোচনায় বসার কথা ছিল ভারত ও পাকিস্তানের। কিন্তু এদিন বেলা ১২টার আলোচনা সম্পন্ন হয়নি। ভারতীয় সেনাকে(Indian Army) উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত-পাক আলোচনা হতে পারে সোমবার সন্ধ্যায়। কী কারণে এই বিলম্ব, তা এখনও স্পষ্ট নয়।
Read More: সোমবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর
আগেই ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী সাংবাদিক বৈঠক করে জানান, শনিবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও)-এর মধ্যে কথা হয়েছে। তাঁরা সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছেন। আবার সোমবার বেলা ১২টায় দুই দেশের মধ্যে কথা হবে। ডিজিএমও-দের মধ্যেই এই আলোচনা সীমাবদ্ধ রাখা হচ্ছে।

কিন্তু সোমবার নির্ধারিত সময়ে আলোচনা হয়নি। ভারতীয় সেনাকে(Indian Army) উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্স এবং পরে পিটিআই জানিয়েছে, ভারত-পাক আলোচনা হতে পারে সোমবার সন্ধ্যায়। তবে সন্ধ্যায় কখন আলোচনা হবে, সেই সময় এখনও জানা যায়নি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1921861965393129623
সোমবার সকালে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশসচিব বিক্রম মিস্রী এবং নৌ, স্থল ও বায়ুসেনার প্রধানেরা। তারপরেই জানা যায়, দুই দেশের আলোচনার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।