কলকাতা : কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্য স্বাস্থ্যদফতর। এবার শিশু নির্যাতনে পকসো আইন(POCSO Law)মেনে শারীরিক পরীক্ষায় করায় আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হল স্বাস্থ্যভবনের( তরফে। এই মর্মে রাজ্যের সব মেডিক্যাল হাসপাতালের অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য অধিকর্তাদের চিঠি দিল স্বাস্থ্যদফতর। আগে থেকেই ছিল এই নিয়ম। তবে আরও সঠিক ভাবে মানতেই এই নির্দেশিকা জারি করা হল।
Read More: ‘ডায়ালগ শুনিয়ে হবে না’, কেন্দ্রকে কাঠগড়ায় তুলে পূর্ণমকে দেশে ফেরানোর দাবি তৃণমূলের
স্বাস্থ্যভবনের নির্দেশ, কোনও শিশু যৌন নিগ্রহের শিকার হলে তার পরিবার কোনও কারণে এফআইআর দায়ের না করতে পারলেও স্থানীয় হাসপাতালে গেলে, আগে তার মেডিক্যাল পরীক্ষা করতে হবে। যৌন হেনস্থার শিকার কোনও বালক বা নাবালিকা হলে তার পরীক্ষা করবেন কেবল মাত্র এক মহিলা চিকিৎসকই। এই জন্য প্রতি হাসপাতালে একটি মেডিক্যাল বোর্ড অবশ্যই তৈরি করতে হবে। যৌন হেনস্থার শিকার বাচ্চার পরিবারের উপস্থিতিতেই তাকে পরীক্ষা করবেন মহিলা ডাক্তার। যদি পরিবারের কেউ উপস্থিত না থাকতে পারেন সেক্ষেত্রে, পরিবারের বিশ্বাসভাজন কোনও ব্যক্তিকে সেখানে উপস্থিত থাকতে হবে। অন্যথায় স্থগিত রাখতে হবে মেডিক্যাল পরীক্ষা।

পাশাপাশি, নির্দেশিকায় আরও বলা হয়েছে যে নির্যাতনের শিকার কোনও শিশুকন্যার পরিবারের কেউ বা বিশ্বাসভাজনকেউ কোনও কারণে উপস্থিত না থাকতে পারলে সেক্ষেত্রে ওই হাসপাতালে পকসো(POCSO Law)বোর্ডের মহিলা চিকিৎসকের উপস্থিত থাকা বাধ্যতামূলক। স্বাস্থ্যভবনের কাছে বেশ কিছু সময় ধরে নিয়ম ভাঙার অভিযোগ আসছিল। তা রুখতেই এই কড়া বার্তা জারি করল স্বাস্থ্যফতর। প্রতিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্যদফতরের কর্তাদের পাশাপাশি শিশু অধিকার কমিশনের ডিরেক্টর, মানসিক স্বাস্থ্যের বিশে সচিব ও একাধিক সরকারি স্তরে পাঠানো হয়েছে চিঠি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1918598981351039305?s=19