প্রতিবেদন : কেটে গিয়েছে ৮ দিন। এখনও পাকিস্তানে বন্দি রিষড়ার জওয়ান পূর্ণমকুমার সাউ। এবার পাকিস্তানি রেঞ্জারদের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রের সদর্থক ভূমিকা নেওয়ার দাবি তুলল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি পূর্ণমের মুক্তির বিষয়েও মোদী সরকার(Central Government)উদাসীন বলেও তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে ঘাসফুল শিবির।
Read More: ‘হাল ছাড়ব না’, জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরতে মরিয়া রাহানে
ইতিমধ্যেই জঙ্গিদের ‘চুন চুন’কে জঙ্গিদের মারার গরমাগরম হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “শুধুমাত্র ডায়ালগ শুনিয়ে হবে না। কয়েকটা যুদ্ধ জাহাজের মহড়া দেখালেন, যুদ্ধ বিমানের ওঠানামা টিভির পর্দায় দেখিয়ে বাজার গরম করা হচ্ছে। আগে বলুন বাংলার যে ছেলেটা পাকিস্তানি রেঞ্জারদের হাতে বন্দি তাঁকে ফিরিয়ে আনা নিয়ে কী ব্যবস্থা নেওয়া হল? শুধু শোনাচ্ছেন, আলোচনা চলছে। কিন্তু কী আলোচনা হল? কতটা সদর্থক হল? তা জানতে চায় গোটা দেশ।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1918301680854352330?s=19
অমিত শাহকে একহাত নিয়ে কুণালের প্রশ্ন, “আপনি বলছেন, চুন চুনকে মারবেন, ভাল কথা। কিন্তু তার আগে তো আপনার বিএসএফের চোখ ফাঁকি দিয়ে সীমান্ত টপকে এসে আমাদের ঘরে ঢুকে নাম ধরে ধরে ওরাই তো চুন চুনকে গুলি করে মেরে গেল। তখন কোথায় ছিল আপনার সেনা-গোয়েন্দারা? আগে বলুন, বাংলার ছেলে পূর্ণম সাউ কবে ফিরবে? তার ব্যবস্থা দ্রুত করুন।”

অতিসম্প্রতি পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ পাঠানকোট গিয়ে সদর্থক আশ্বাস না পেয়ে হতাশ হয়ে হুগলির বাড়িতে ফিরে এসেছেন। মোদী সরকারের(Central Government)দিকে আঙুল তুলে তিনি বলেছেন, “৮ দিন পেরিয়ে গেল স্বামী পাক রেঞ্জারদের হাতে বন্দি কিন্তু বিএসএফ আধিকারিকরা শুধুমাত্র আশ্বাস দিচ্ছেন।” সূত্র জানাচ্ছে, বিএসএফের ডিজি ও আইজির সঙ্গে পূর্ণমের স্ত্রীর ফোনে কথা হয়েছে। কিন্তু স্বামী কেমন আছেন, সুস্থ আছেন কি না, সেসব নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে রজনীর। এদিন পূর্ণমের বাবাও সরাসরি কেন্দ্রকে দায়ী করেছেন। “ছেলেকে ফেরানোর দায়িত্ব কেন্দ্রের। কিন্তু তারা কী করছে কিছুই জানাচ্ছে না। আমাদের উৎকণ্ঠা বেড়েই চলেছে”, স্পষ্ট বক্তব্য তাঁর।