প্রতিবেদন : গত তিন বছরে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা-সহ একাধিক খেতাব জিতলেও চলতি মরসুমটা একেবারেই ভাল যাচ্ছে না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তির।(Ancelotti )চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে হাতছাড়া হয়েছে। লা লিগা জয়ের সম্ভাবনাও কম। জল্পনা শুরু হয়েছে, লিগ শেষের পরই রিয়াল ছাড়বেন ইতালীয় ম্যানেজার। এমতাবস্থায় আনচেলোত্তির উপর ভরসা রাখছে ব্রাজিল। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন কোচ নিয়োগ করতে তৎপর ব্রাজিল। আর সেই দায়িত্ব তারা দিতে চাইছে আনচেলোত্তিকেই।
Read More: পরীক্ষার মাঝেই ছাত্রকে মুরগি কাটার নির্দেশ সরকারি স্কুলশিক্ষকের! কাঠগড়ায় বিজেপিশাসিত রাজ্য
শোনা যাচ্ছে, ৬৫ বছরের আনচেলোত্তির(Ancelotti )সঙ্গে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের। ২০০২ সালে শেষ বার ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তার পর থেকে আর বিশ্বজয়ের স্বাদ পাওয়া হয়নি সাম্বা-বাহিনীর। এবার এখনও পর্যন্ত বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে উঠতে পারেনি তারা। একের পর এক কোচ বদল হলেও কেউই সেলেকাওদের সাফল্য এনে দিতে পারেননি। তাই অভিজ্ঞ আনচেলোত্তির উপরেই আস্থা রাখা হচ্ছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1916877759525093403?s=19
ক্লাব ফুটবলে আনচেলোত্তির সাফল্য রীতিমতো ঈর্ষণীয়। ইউরোপের পাঁচটি দেশের হয়েই লিগ জিতেছেন তিনি। চেলসিকে ইংল্যান্ডের, রিয়াল মাদ্রিদকে স্পেনের, এসি মিলানকে ইতালির, প্যারিস সঁ জরমঁকে ফ্রান্সের ও বায়ার্ন মিউনিখকে জার্মানির লিগে চ্যাম্পিয়ন করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে তিন বার ও এসি মিলানের হয়ে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। ২০২৬ সালে আমেরিকায় বিশ্বকাপ। এখনও এক বছরের বেশি সময় রয়েছে। গত বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছে ব্রাজিল। কোপা আমেরিকাতেও হারতে হয়েছে। হাল ফেরাতে তড়িঘড়ি নতুন কোচ নিয়োগ করতে চাইছে তারা। আনচেলোত্তি কবে থেকে ব্রাজিলের দায়িত্ব নেন, সেদিকেই তাকিয়ে ফুটবলমহল।