কলকাতা : পহেলগাঁও জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। এর মধ্যেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। প্রয়াত বিতান অধিকারীকে সামনে রেখে টাকা তোলা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘ফান্ড রেইজার’। তহবিলটি সংগ্রহের উদ্যোগটি সোহিনী রায়ের (বিতান অধিকারীর স্ত্রী) পক্ষ থেকেই নেওয়া হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ১ লক্ষ ১৯ হাজার ৪৩৪ মার্কিন ডলার উঠে গিয়েছে। এই টাকা কে পাবে, কোথায় যাবে, তা নিয়ে নির্দিষ্ট করে বলা হয়নি কিছুই!
স্ত্রী’র পাশাপাশি অশীতিপর মা-বাবাও নির্ভরশীল ছিলেন বিতানের উপর। বিদেশ থেকে বিতানের পাঠানো টাকাতেই বৃদ্ধ মা-বাবার সংসার চলত। ছেলের মৃত্যুর খবর সামনে আসতে দিশাহারা হয়ে পড়েছেন তাঁরা। গত বৃহস্পতিবার নিজের বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে কিছুই বলেননি প্রয়াত বিতানের স্ত্রী সোহিনী। একবারও যাননি সেখানে। কাজেই পরিবারের সমীকরণ নিয়েও উঠছে নানান প্রশ্ন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “প্রয়াত বিতান অধিকারীর পরিবারের জন্য দুই সরকার যদি কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে, তা যেন শুধু পুরোটা তাঁর স্ত্রীকে দেওয়া না হয়। বিতানের বৃদ্ধ বাবা-মায়েরও সাহায্য দরকার। ওঁদের পরিবারের যা সমীকরণ, তাতে ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এই দুজন।”
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি তুলেছেন, জঙ্গিহানায় মৃতদের সাহায্য করতে হলে শুধু একা বিতান কেন, বৃহস্পতিবার যে জওয়ান জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন নদিয়ার সেই সেনা জওয়ান ঝন্টু আলিকেও সাহায্য করা হোক। বিতানের স্মৃতিতে অনলাইনে যাঁরা টাকা তুলছেন, তাঁরা জানিয়েছেন, তাঁদের লক্ষ্য দু’কোটি টাকা তোলা। বিপুল এই অর্থ কারা দিচ্ছেন? কোন অ্যাকাউন্টে যাচ্ছে? সংশয় অনেকের মনে।