কলকাতা: গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার পর্যন্ত বাংলায় জারি থাকবে এই অস্বস্তিকর আবহাওয়া। তিনজেলায় তাপপ্রভাবের সম্ভাবনা। তবে, রবিবার থেকেই বৃষ্টি নামতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। বৃষ্টির ফলে তাপমাত্রাও আবার কিছুটা কমবে।
দক্ষিণবঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়া। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে। চরম অস্বস্তি জারি থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহের সম্ভাবনা মালদহেও। শনিবার সন্ধ্যা থেকেই বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলায় ঝড়-বৃষ্টি শুরু হবে।
রবিবার থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে। কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে শনিবারও। কলকাতায় সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
আবার, উত্তরবঙ্গে মালদহেও তাপপ্রবাহের পরিস্থিতি। দুই দিনাজপুরের কিছু অংশে গরম ও অস্বস্তি বাড়বে। দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং-সহ উপরের দিকের কয়েকটি জেলায়। মালদহ জেলায় তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির উপরে। রবিবার থেকে বুধবার এর মধ্যে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।