নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সারা দেশে। শোকের ছায়া নেমেছে দেশের বিভিন্ন রাজ্যে। পার হয়ে গিয়েছে ৪৮ ঘন্টা, এর মধ্যেই বৃহস্পতিবার বৈঠক ডেকেছে কেন্দ্র। কিন্তু এরকম উত্তপ্ত ইস্যু নিয়ে বৈঠকে উপস্থিত থাকবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন নিয়ে চলছে তোড়জোড়। তা নিয়েই ব্যস্ত প্রধানমন্ত্রী। এবার তা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রের খবর অনুসারে, ভোটমুখী বিহারে পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তা নিয়েই ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মধুবনীতে প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে। সেখানে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মোদি। পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা তাঁর। পহেলগাঁও ইস্যুতে জ্বলছে সারা দেশ কিন্তু প্রধানমন্ত্রী ভোট নিয়ে ব্যস্ত! এ নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা।
পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যের সর্বদলীয় বৈঠক হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে। সেখানে বিরোধী দল সহ সব দলের পক্ষ থেকে প্রতিনিধি হাজির থাকবেন। তবে এনডিএর জোটসঙ্গী জেডিইউ এই বৈঠকে কোনও প্রতিনিধি পাঠাবে না। তাঁদের দাবি, দলের সব নেতা বিহারে প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত। সেটা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।
উল্লেখ্য, পহেলগাঁও ইস্যুতে বৃহস্পতিবার সন্ধে ৬টায় সর্বদল বৈঠকে সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলিকে অবহিত করবেন। আগামী দিনে এই হামলার প্রত্যাঘাতে কী কী পদক্ষেপ করা হতে পারে, ভারত সরকার এ পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে, সবটাই ওই বৈঠকে তুলে ধরা হবে। বক্তব্য রাখতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও।