কলকাতা: বৈশাখের তীব্র দাবদাহে অস্বস্তি বাড়ছে শহরবাসীর। কবে মিলবে স্বস্তি? হাওয়া অফিসের পূর্বাভাসে খোঁজ নেই বৃষ্টির। তাপপ্রবাহ একই থাকবে শনিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের সব জেলায় গরম অব্যাহত থাকবে। চরম অস্বস্তি থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে। তবে স্বস্তির বার্তা উত্তরের জন্য। উত্তরবঙ্গের উপরের দিকের জেলায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় রাতে গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত। আগামী শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়াই চলবে। সপ্তাহের শেষে হাওয়া বদলের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে-বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং-সহ উপরের দিকের কয়েকটি জেলাতে। তবে মালদহে তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির উপরে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই পরিস্থিতি চলবে শুক্রবার পর্যন্ত। তারপর থেকে শুরু হতে পারে ঝড়বৃষ্টি।
বৃহস্পতিবার সকাল থেকেই পরিস্কার আকাশ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা সাধারণভাবে স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশি থাকবে।