কলকাতা: গেরুয়া শিবির ও সংঘের আপত্তিকে তুড়ি মেরে উড়িয়ে বিয়ের পিঁড়িতে বসছেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। এবার বিয়ে উপলক্ষে দিলীপবাবুকে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দিলীপের নিউ টাউনের বাড়িতে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তাও।
রাজনীতিকে পাশে সরিয়ে সৌজন্যের নজির দেখিয়ে নিউ টাউনে শুভেচ্ছাবার্তা পাঠালেন মমতা। তবে দিলীপের নিজের দলের অনেকে কিন্তু বিয়ের দু’ঘণ্টা আগে পর্যন্ত তাঁকে ফোন করেননি বা অন্য কোনও ভাবে শুভেচ্ছা জানাননি। কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে সৌজন্যতা ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের ছাপযুক্ত হলুদ রঙের খাম পৌঁছেছে নিউ টাউনে। জানা যাচ্ছে, তাতে সাদার উপর কালো ছাপার হরফে দিলীপের নাম এবং ঠিকানা লেখা।
উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৫টা নাগাদ রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুগলের অত্যন্ত ঘনিষ্ঠ গুটি কয়েক মানুষ। সকালে দিলীপের বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে এসেছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্য নেতারা। বাড়িতে ছিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও। তবে সংঘ ও বিজেপির এই বিয়ে নিয়ে আপত্তি যে কমেনি তার কানাঘুষো এখনও শোনা যাচ্ছে।