নয়াদিল্লি : কেন্দ্রের আনা নতুন ওয়াকফ আইন নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়। আইনটি মুসলিম স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের বড় অংশ। বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। ইসলামিক সংগঠন ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে সেই সমস্ত মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।
সূত্রের খবর, ৭৩ টি মামলা শোনার জন্য তৈরি তিন বিচারপতির বেঞ্চ। রয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথন। আইনটির বিরুদ্ধে মামলাকারী রাজনৈতিক দলগুলির মধ্যে রয়েছে আসাদউদ্দিন ওয়েইসির মিম বাদে তৃণমূল, সিপিআই, সমাজবাদী পার্টি, আরজেডি, জেডিইউ, ইন্ডিয়ান মুসলিম লিগ ইত্যাদি। প্রায় প্রতিটি মামলারই মূল বক্তব্য, এই নতুন আইন মুসলিম স্বার্থবিরোধী এবং তাদের মৌলিক অধিকারে আঘাত করতে চলেছে। তাই তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বুধবার এসব মামলার শুনানির ঠিক আগেই শিখ সম্প্রদায়ের তরফে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন গুরুগ্রামের গুরুদ্বারের দয়া সিংহ।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল রাষ্ট্রপতি ওয়াকফ সংশোধনী আইনে সই করে দেওয়ার পর থেকে তীব্রতর হয়েছে প্রতিবাদ। সুপ্রিম কোর্ট এবং একাধিক হাই কোর্টে কেন্দ্রীয় সরকার এই ইস্যুতে ক্যাভিয়েট করেছে যাতে আদালত একপক্ষের বক্তব্য শুনে রায় না দেয়। বিরোধী দল এবং মুসলিম সংগঠনগুলির দাবি, নয়া ওয়াকফ আইনে ওয়াকফ বোর্ড ও কাউন্সিলে অ-মুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করে ধর্মীয় পরিসরে হস্তক্ষেপ করেছে মোদী সরকার।