কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে জ্বলছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা। সামসেরগঞ্জে সেই বিক্ষোভের মধ্যেই মর্মান্তিক ঘটনার শিকার হন বাবা ও ছেলে। বিক্ষোভের জেরে প্রাণ হারাতে হয় বাবা ও ছেলেকে। সিপিএমের সমর্থক এই বাবা ও ছেলের মৃত্যুতে এবার পাশে থাকার বার্তা দিলেন মমতা। বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেনদের সমাবেশ থেকেই তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ‘বাংলার বাড়ি’র আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন, যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করা হবে। অশান্তিতে যাঁদের বাড়ি, ঘরদোর ক্ষতিগ্রস্ত হয়েছে, ‘বাংলার বাড়ি’ যোজনায় সেসব বানিয়ে দেওয়া হবে। এছাড়া যেসব দোকান পুড়েছে, ভেঙেছে, তা খতিয়ে দেখে হিসেবনিকেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যসচিবকে।
এদিন ওয়াকফ নিয়ে অশান্তিতে ক্ষতিগ্রস্তদের দায়িত্ব নিয়ে তাদের ক্ষয়ক্ষতি পূরণের আপ্রাণ চেষ্টা করে পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ”ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে রয়েছে সরকার। মৃত্যুর পিছনে অভিযুক্তরা ধরা পড়েছে। যথেষ্ট গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। তার মধ্যে আমরা সরকারের তরফে ক্ষতিগ্রস্তদের বাড়ি নতুন করে তৈরি করে দেব।”
প্রসঙ্গত, গত সপ্তাহের শনিবার সামশেরগঞ্জে অশান্তির মাঝে পড়ে ধারালো অস্ত্রের কোপে খুন হতে হয় দুই নাগরিক হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে। সেই ঘটনায় আলাদা করে এফআইআর দায়ের করে ২৪ ঘণ্টার মধ্যেই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। মুর্শিদাবাদের পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজন বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক করছিল। তবে তার আগেই তাকে সুতি এলাকার সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে।