কলকাতা : ধর্মীয় মেরুকরণের সঙ্গে বিজেপির গলায়-গলায় মিত্রতার কাহিনী ভারতীয় রাজনীতির আঙিনায় অজানা নয় একেবারেই। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক স্বার্থে বারবারই তাদের আস্তিন থেকে সুকৌশলে ধর্মের তাস বের করেছে মোদী সরকার। বাংলার বুকেও তার ব্যতিক্রম ঘটেনি। ক্রমাগত ধর্মীয় উসকানি দিয়ে চলেছেন গেরুয়া পার্টির নেতারা। এবার এই অভিযোগে বিজেপি নেতা সুকান্ত মজুমদার, অর্জুন সিংদের তীব্র আক্রমণ বিঁধল তৃণমূল। সুকান্তকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করারও দাবি জানিয়েছে ঘাসফুল শিবিয।
রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যে ভাষায় কথা বলেছেন, তাঁকে সবার আগে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত। কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, ‘রাস্তায় নেমে গাড়ি ধরে ধরে মারব।’ সুকান্তবাবু আপনাদের বীরত্ব কোথায় থাকে, যখন মণিপুর জ্বলে, লুটপাট, খুন, সরকারি সম্পত্তি নষ্ট, মুখ্যমন্ত্রীর বাড়ি আক্রান্ত হয়, তখন আপনারা কোথায়? ধর্ষণ, গণহত্যার সময় কোথায় আপনার বীরত্ব?”
পাশাপাশি, তৃণণূল রাজ্য সাধারণ সম্পাদকের কথায়, কেন্দ্রীয় মন্ত্রীর মতো সাংবিধানিক পদে থেকে সুকান্ত মজুমদার যেভাবে উসকানি দিয়ে চলেছেন তাতে অবিলম্বে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত। সুকান্তর বিরুদ্ধে আইনি ব্যবস্থারও দাবি জানান কুণাল। বলেন, “আমরা যে কোনও উসকানি ও প্ররোচনার বিরোধী। বঙ্গবিরোধী বিজেপি এ-রাজ্যে বিষ ঢালছে, আর তাদের দোসর হয়েছে বাম-কংগ্রেস।” বিজেপি নেতা অর্জুন সিংকেও একহাত নেন তিনি। “ওনাকে বাংলা নিয়ে ভাবতে হবে না, আমরা সামলে নেব। উনি পারলে আগে মণিপুরকে ঠান্ডা করুন। ওখানে তো ওঁদেরই সরকার, আপনি আর বিহার, উত্তরপ্রদেশ-সহ অন্য রাজ্যে যত লোক আছে তাঁদের প্লেনে করে পাঠিয়ে দিন, তারপর প্যারাশুটে করে মণিপুরে নামিয়ে দিন। মণিপুরকে আগে ঠান্ডা করে দেখান”, স্পষ্ট জানিয়েছেন কুণাল।