নয়াদিল্লি: যাত্রীদের ভোগান্তির শেষ নেই! রেলের দুরবস্থার কথা বারবার ফুটে উঠেছে নিত্যনৈমিত্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে। নিত্যযাত্রীদের ভোগান্তিও চরমে উঠেছে। এহেন পরিস্থিতিতে কর্মীদেরও চাপ বাড়াচ্ছে রেল। অমানবিক সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মুখে ফের রেল। রেল বোর্ড(Railway Board)সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে কর্তব্যরত অবস্থায়, অর্থাৎ ট্রেন চালানোর সময় খাবার খেতে পারবেন না লোকো পাইলটরা। এমনকী কর্তব্যরত অবস্থায় শৌচালয় ব্যবহারেও নিষেধাজ্ঞা। রেলের এই সিদ্ধান্তে ফের বিতর্কের ঝড়।
Read More: চাপের মুখে নতিস্বীকার! তহবিলের হিসাব প্রকাশ্যে আনার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের
ট্রেন চালক ও সহ-চালকদের বিভিন্ন ইস্যুতে একটি মাল্টি-ডিসিপ্লিনারি স্ট্যান্ডিং কমিটি গঠন করেছিল রেল বোর্ড।(Railway Board)গত ৪ এপ্রিল সংশ্লিষ্ট কমিটি রেল বোর্ডের কাছে রিপোর্ট জমা দিয়েছে। উচ্চ পর্যায়ের কমিটির যাবতীয় সুপারিশ মেনে নিয়ে রেলমন্ত্রক জানিয়েছে, কর্তব্যরত অবস্থায় লোকো পাইলটরা ‘মিল ব্রেক’ নিতে পারবেন না এবং ‘নেচারস কল’-এ সাড়া দেবেন না। কারণ, উল্লিখিত রিপোর্টে রেলের কমিটি এই প্রসঙ্গে জানিয়েছে, ‘নট অপারেশনালি ফিজিবল’। কেন এটি পরিচালনগতভাবে একেবারেই সম্ভবপর নয়, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1910252032692269431?s=19
ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি সবক’টি জোনের জেনারেল ম্যানেজারের উদ্দেশে পাঠিয়েছে রেল বোর্ড। এহেন বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়েছে। প্রতিবাদে সোচ্চার হয়েছে ট্রেন চালকদের সর্বভারতীয় সংগঠন। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি লিখেছেন ‘অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন’-এর সেক্রেটারি জেনারেল কে সি জেমস। এমনকী, সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ট্রেন চালকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। প্রতিবাদে সরব হয়েছে রেল কর্মীদের সর্বভারতীয় সংগঠনগুলিও। তবে এই বিতর্ক সত্ত্বেও এখনও পর্যন্ত সরকারিভাবে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি রেল।