কলকাতা: গত বছরের ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে ফুঁসে ওঠেন সমাজের প্রতিটি স্তরের মানুষ। সেই সময় আন্দোলন চলাকালীন অভয়া তহবিল তৈরি হয়। ওই তহবিল নিয়ে দানা বাঁধে বিতর্ক। এমনকী এই ফান্ড সংক্রান্ত তদন্তে ইতিমধ্যে বেশ কয়েকজনকে তলবও করেছে বিধাননগর থানার পুলিশ। এর মধ্যেই চাপের মুখে পড়ে অবশেষে নতিস্বীকার করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। (WB Junior Doctor Front)
Read More: দেশবাসীকে মহাবীর জয়ন্তীর শুভেচ্ছা মমতা ও অভিষেকের
বুধবার জুনিয়র ডক্টরস ফ্রন্টের(WB Junior Doctor Front)তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। তাতে ছিলেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া-সহ আরও অনেকেই। সেই বৈঠকেই অনিকেত মাহাতো জানিয়েছেন, তহবিলের যাবতীয় হিসাব বুঝিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্ট। এই মর্মে ১৬ এপ্রিল আর জি কর মেডিক্যাল কলেজে কনভেনশনের ডাক দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেখানেই সমস্ত হিসাব দেওয়া হবে বলে জানিয়েছেন অনিকেত।
Link: https://x.com/ekhonkhobor18/status/1910249868435783863?s=19
উল্লেখ্য, তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে। এরপর কলকাতা পুলিশ তদন্তের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পরবর্তীকালে অবশ্য কলকাতা হাই কোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই। এই ঘটনায় বর্তমানে দোষী সাব্যস্ত সঞ্জয়। তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত চলাকালীন আন্দোলনে নামে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এরপর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তহবিলের টাকা নিয়ে বিতর্ক দানা বাঁ্ধে। তা নিয়ে বিধাননগর পুলিশ তদন্ত চালালে অবশেষে চাপের মুখে পড়ে সমস্ত হিসাব প্রকাশ্যে আনার সিদ্ধান্তের ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।