ওয়াশিংটন: ২ এপ্রিল থেকেই শুল্কের বদলে পাল্টা শুল্কের নীতি(Tariff Policy)চাপাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনটিকে আগেই আমেরিকার ‘মুক্তি দিবস’ হিসাবে ঘোষণা করেন তিনি। বুধবার আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৪টেয় এবং ভারতীয় সময়ে সাড়ে ১২টায় এই ‘পাল্টা’ বা ‘পারস্পরিক শুল্ক’ নিয়ে ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের শুল্কযুদ্ধের নিশানায় থাকবে কোন কোন দেশ? শুধু তাই নয়, আরও একটি প্রশ্ন হল, এই শুল্কের খারাপ ভারতের উপর কী প্রভাব ফেলবে! তা নিয়ে শঙ্কায় ভারত সহ ১৫টি দেশ।
Read More: ফের ভারতসেরা বাংলা, মিলল কেন্দ্রের স্বীকৃতি
মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট ইতিমধ্যে ‘ডার্টি ১৫’-এর কথা উল্লেখ করেছেন। এই দেশগুলি ১৫ শতাংশ মার্কিন বাণিজ্যের অংশীদার। অথচ আমেরিকান পণ্যের উপর উচ্চ শুল্ক(Tariff Policy)চাপিয়ে থাকে। ট্রাম্প মনে করছেন, এই দেশগুলি সম্মিলিতভাবে মার্কিন বাণিজ্য ভারসাম্যহীনতার জন্য দায়ী। ফলে এদের পণ্যের উপরেই সবচেয়ে বেশি শুল্ক বসানোর সম্ভাবনা।
এই ১৫টি দেশের নাম প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন। তবে সূত্র মারফত জানা গিয়েছে, এই তালিকায় রয়েছে ভারত সহ চিন. ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, ভিয়েতনাম, আয়ারল্যান্ড, জার্মানি, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, থাইল্যান্ড, ইটালি, সুইজারল্যান্ড, মালোয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। অতএব বোঝাই যাচ্ছে, ট্রাম্পের শুল্কবাণে ভারতের বিদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907389730226164210?s=19
সোমবার একটি পরিসংখ্যানে দেখানো হয়, ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার দুগ্ধজাত দ্রব্যে ৫০ শতাংশ, জাপান আমেরিকায় উৎপাদিত চালে ৭০০ শতাংশ, ভারত আমেরিকার কৃষিজাত পণ্যে ১০০ শতাংশ, কানাডা আমেরিকার দুগ্ধজাত দ্রব্যে প্রায় ৩০০ শতাংশ শুল্ক আরোপ করে। যেহেতু ট্রাম্প পূর্বেই ঘোষণা করেছেন যে দেশ যেরকম শুল্ক চাপাবে সেরকমই পাল্টা শুল্ক চাপাবে মার্কিন প্রশাসন। অর্থাৎ এই দেশগুলি থেকে মার্কিনভূমিতে যে পণ্যগুলি রফতানি করা হয় সেগুলির উপরেও সম পরিমাণ শুল্ক চাপাতে চলেছে ট্রাম্প। এমনই আশঙ্কা করা হচ্ছে।