নয়াদিল্লি : ফের দেশসেরার তকমা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। (Bengal)রাজ্যের মুকুটে যোগ হল সাফল্যের নতুন পালক। মেধা সম্পদ সৃষ্টি ও তার বাণিজ্যিকীকরণে কেন্দ্রের তরফে স্বীকৃত হয়েছে রাজ্য সরকার। রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দফতর উল্লেখযোগ্য কাজ করায় এই পুরস্কার মিলেছে।
Read More: যে কোনো শর্তেই হাজিরা দিতে হবে! কুণালকে ফের সমন পাঠাল মুম্বই পুলিশ
প্রশাসনিক সূত্র অনুযায়ী, খাদ্য, হস্তশিল্প, বস্ত্র, কৃষি-সহ বিভিন্ন ঐতিহ্যবাহী ২৪টি পণ্যের জন্য জিআই স্বীকৃতি আদায়ে সফল হয়েছে রাজ্য সরকার।(Bengal )আবার তিনশোর বেশি আবিষ্কারের পেটেন্ট হাসিল করার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে তাদের। এই দুই ক্ষেত্রে রাজ্যের সাফল্যের স্বীকৃতিস্বরূপ দুটি ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাওয়ার্ড পেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অধীনস্থ পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907386409847058442?s=19
প্রসঙ্গত, সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্য বিজ্ঞান দফতরের সচিব বিজয় ভারতীর হাতে পুরস্কার তুলে দিয়েছেন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। এই পুরস্কারে ফের প্রমাণিত হয়েছে, কাজের নিরিখে প্রতি ক্ষেত্রেই বিজেপির ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলির তুলনায় এগিয়ে রয়েছে বঙ্গ।