প্রতিবেদন : আরও একবার বিজেপি বিধায়কদের সৃষ্ট চূড়ান্ত বিশৃঙ্খলায় উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভা। মঙ্গলবার বাজেট অধিবেশন চলাকালীন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের(Speaker) একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিধানসভার কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে ফেলেন বিজেপি বিধায়করা।
Read More: ‘মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলব’, ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য শুভেন্দুর
এরপরই কড়া পদক্ষেপ নেন অধ্যক্ষ।(Speaker) স্পষ্ট জানিয়ে দেন, এবার থেকে বিধানসভার অধিবেশনে বিজেপি বিধায়কদের কোনও কাগজ দেওয়া হবে না। সোমবার বিজেপি বিধায়কদের বিক্ষোভকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। যে কারণে মঙ্গলবার সকাল থেকেই সেখানে ছিল পুলিশি নজরদারি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899527267216490751
এদিন বিধানসভায় কী কী বিষয়ে আলোচনা হবে, সেই সংক্রান্ত কাগজ দেওয়া হয় বিধায়কদের। আজ সেগুলি ছিঁড়ে ফেলার জন্য আগামীদিনে বিজেপি বিধায়কদের বিধানসভা কক্ষে কোনও কাগজ যাতে না দেওয়া হয়, সেই নির্দেশ দেন অধ্যক্ষ।(Speaker) “বিরোধীদল হিসেবে বিধানসভায় বিজেপির যে ভূমিকা পালন করা উচিত, ওরা করছেন না। এটা দুভার্গ্যজনক। গঠনমূলক আলোচনার পরিবর্তে ওরা শুধুই বিশৃঙ্খলা করছে”, সাফ জানান তিনি।