প্রতিবেদন : বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। যা ঘিরে ইতিমধ্যেই উঠেছে সমালোচনার ঝড়। সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আলিপুরের জাতীয় গ্রন্থাগারের ভগ্নদশা নিয়ে রাজ্যের গ্রন্থাগার(National Library) মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জবাবে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, “জাতীয় গ্রন্থাগার কেন্দ্রের অধীনস্ত। সেখানে রাজ্যের কিছু করার নেই।” সেই সঙ্গে তিনি এও জানান, জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করার কথা বলা হলেও তাঁরা কেউ আসেননি। বরং এড়িয়ে যাওয়া হয় রাজ্যের ভূমিকাকেই।
Read More: বিধানসভায় কাগজ ছিঁড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কদের – বিশৃঙ্খলা রুখতে কড়া পদক্ষেপ অধ্যক্ষের
আর এরপরই বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, “এখন আপনারা কিছু করছেন না। এরপর যদি জাতীয় গ্রন্থাগার(National Library) এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তখন সরব হবেন আর বলবেন কেন্দ্র চক্রান্ত করে জাতীয় গ্রন্থাগার সরিয়ে নিয়ে যাচ্ছে।” জবাবে সিদ্দিকুল্লাহ অশোকবাবুকে বলেন, “আমি আপনাকেই দায়িত্ব দিচ্ছি কেন্দ্রের সঙ্গে কথা বলে জাতীয় গ্রন্থাগার সংস্কারের ব্যবস্থা করুন।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1899528936494883259
অশোক লাহিড়ীর এহেন মন্তব্যের কড়া জবাব দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। জাতীয় গ্রন্থাগার(National Library) কর্তৃপক্ষর ভূমিকা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ‘আমরা-ওরা’র রাজনীতির অভিযোগ আনেন তিনি। “আগে জাতীয় গ্রন্থাগার এ কোনও অনুষ্ঠান হলে আমন্ত্রণ জানাত। কিন্তু ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় বসার পর থেকে আর স্থানীয় বিধায়ক বা সাংসদ কাউকেই ডাকা হয় না। এমনকী অনুষ্ঠানের সময় সিআইএসএফ দিয়ে বাড়তি পাহারার ব্যবস্থা করা হয়। যা দেখলে জাতীয় গ্রন্থাগার নয়, মনে হবে যেন কোনও কেন্দ্রশাসিত অঞ্চল”, সাফ জানান তিনি।