ওয়াশিংটন: মার্কিন মুলুকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেও আদতে তা ধোপে টিকল না। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরেও ভারতের ওপর শুল্কের চাপ কমাতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন কংগ্রেসের ভাষণের পরে আবার ভারতের চড়া হারে শুল্কনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প।
Read More: হাওড়া-খড়গপুর শাখায় বাতিল ২১২টি লোকাল ট্রেন, ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা
বুধবারের কংগ্রেস ভাষণের পর বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিস থেকে ট্রাম্প সরকারি নির্দেশে সই করার সময় ভারতকে অত্যন্ত চড়া হারে শুল্ক চাপানো দেশ বলে ব্যাখ্যা করেন। ফের একবার যেসব আমেরিকায় রফতানি শুল্ক অতিরিক্ত হারে নেয়, তাদের উপর পাল্টা শুল্ক চাপবেই বলে জানিয়ে দেন।
অন্যদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, আমেরিকা যে শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, তাতে দেশের উপর সরাসরি প্রভাব পড়বে। কিন্তু, দেশের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বর্তমানে এই বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে আশ্বস্ত করেন নির্মলা। তবে পীযূষ গোয়েলের আলোচনা যে খুব একটা ফল দিচ্ছে না তা বোঝা যাচ্ছে ট্রাম্পের বক্তব্যেই। মোদী সরকারের পক্ষ থেকে এই শুল্কের চাপ কমানোর জন্য চেষ্টা যে ব্যর্থ তা ফের প্রমাণ করে দিল ট্রাম্পের বৃহস্পতিবারের এই মন্তব্য।
Link: https://x.com/ekhonkhobor18/status/1897945069766033790
ওভাল অফিসে ট্রাম্প বলেন, ২ এপ্রিল থেকে বিরাট কিছু অপেক্ষা করছে। ভারত সত্যিই এক বিশাল শুল্কনীতির দেশ আমাদের কাছে। শুল্ক নিয়ে বোঝাপড়া করতে এই অবস্থায় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ওয়াশিংটনে ঘুরে বেড়াচ্ছেন। জানা গিয়েছে, সেখানে তিনি মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুতনিকের সঙ্গে সরাসরি কথা বলবেন।